পুরুষরা যদিও বলে চেহারায় কী-ই বা আসে যায়, কিন্তু অধিকাংশ মহিলাই প্রিয় পুরুষের চোখে তার রূপদর্শন নিয়ে যথেষ্ট সচেতন। বিশেষজ্ঞদের মতে, মেক-আপহীন নগ্ন অবস্থায় নিজেদের শরীর-মনের খুঁত ঢেকে ফেলতেই সেক্সের সময় অন্ধকার ঘর তার বেশি প্রিয়। সেই বিষয়ে হাসাহাসি না করে একটি সুন্দর রাতের জন্য পুরুষদের স্পর্শকাতরতা কাম্য। নারীকে আরও সময় দিয়ে জানুন।
সেক্স মানেই অর্গ্যাজম নয়। পুরুষের ভুল ধারণা আছে রতিবিলাসের একদম চূড়ান্তে না পৌঁছালে নারী বুঝি বা পৌরুষের হদিশ পায় না। সেক্ষেত্রে সহচরীর ইচ্ছের বিরুদ্ধের কামনাতাড়িত হয়ে সব কিছু পাওয়ার ভুলের মাসুল দিতে হয় বহুক্ষেত্রেই। পৌরুষ মানেই নারীর কাছে জুলুমবাজি নয়। নারীর কাছে এক রাতের রতিবিলাস মানে শুধুই ফোরপ্লে হতেই পারে। সেটুকু বুঝে নেওয়া অবশ্যই আপনার কাজ।
0 comments:
Post a Comment