২১ মার্চ থেকে ২০ এপ্রিল
যোদ্ধা বা অগ্রগামীর প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : মঙ্গলের প্রভাবে আপনি সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী। আপনার চরিত্রের প্রধান দিক হল কর্মতত্পরতা ও উদ্যম। কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করতে পছন্দ করেন না, লক্ষ্য নির্ধারিত হলে কে কী ভাবল তা নিয়ে মাথা ঘামান না। দ্রুত প্রাপ্তিতেই আপনার আনন্দ। জরুরি অবস্থায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই। আপনি দ্রুত রেগে যান। আবার সে রাগ দ্রুত মিলিয়েও যায়। তবে আপনার রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না। আপনি অত্যন্ত স্বাধীনচেতা। বাধা-নিষেধ সহজে মানতে চান না। কিন্তু ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে আপনি সহজেই দুর্বল হয়ে যান। আপনাকে কেউ চ্যালেঞ্জ করলে তার জবাব দিতে আপনি কখনও পিছপা হন না। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও আপনার জুড়ি নেই।
কর্ম : আপনি নেতৃত্বপরায়ণ, সৃজনশীল ও উদ্যমী। আপনি দ্রুত চিন্তা ও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেখানে প্রতিযোগিতা আছে, জনসংযোগ আছে, দৈহিক ও মানসিক শ্রমের সুযোগ আছে সেসব পেশায় আপনি দ্রুত সাফল্য অর্জন করবেন। উচ্চাভিলাষী প্রতিষ্ঠানে আপনার চাহিদা চিরদিনই থাকবে। আপনি ইঞ্জিনিয়ার, সার্জ, সৈনিক, খেলোয়াড়, সুপারভাইজার, সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবে অধিক ভালো করবেন।
অর্থ : জীবনকে আনন্দ-ফুর্তি ও কর্তৃত্বের মধ্যে আপনি সক্রিয় রাখতে চান এবং আপনি জানেন এসব অর্জনের জন্য অর্থ পূর্বশর্ত। তাই অর্থ উপার্জনে আপনি সিরিয়াস। এক হাতে যেমন আপনি উপার্জন করেন অন্য হাতে তেমনি ব্যয় করেন। তবে আপনি মিতব্যয়ী হলে অর্থের অভাব আপনার কোনো দিন হবে না। আপনি সত্। মানুষ আপনাকে বিশ্বাস করে। বিলাসবহুল জীবনের প্রতি আপনার সহজাত আকর্ষণ, অর্থ উপার্জনে কখনও বেপরোয়া করে তোলে। এতে অর্থনাশের শিকার হতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের প্রবণতা আপনার জীবন ও প্রতিষ্ঠার ওপর ঝুঁকি নেমে আসতে পারে। মূলধন বিনিয়োগ, দূরদর্শিতা ও বিচারবুদ্ধির পরিচয় প্রায়শই দেন না।
প্রেম ও বিয়ে : আপনার প্রাণোচ্ছল ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে সহজেই প্রভাবিত করে। আপনি প্রেম নিয়ে আকাশ-কুসুম কল্পনা করতে পছন্দ করেন না। যথার্থ প্রেমিক-প্রেমিকা পেলে সরাসরি প্রস্তাবে আপনি আগ্রহী। এ ক্ষেত্রে মন-প্রাণ দিয়েই আপনি প্রিয়জনকে ভালোবাসেন। প্রেমে আপনি স্বাধীনতা ও অ্যাডভেঞ্চারও পেতে চান। এতে একাধিক ভালো লাগায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফলে সুখী হওয়ার লক্ষ্যে এই প্রবণতা অন্তরায় হয়ে থাকে। তা ছাড়া কখনও কখনও মাত্রাতিরিক্ত চাহিদা ও রাগী বেপরোয়া স্বভাব পারিবারিক সুখ-শান্তিকে বাধাগ্রস্ত করে। অন্যের কর্তৃত্ব ও অবজ্ঞা আপনি সহ্য করতে পারেন না। আপনার জন্য শান্ত, উদারমনা, সাজগোজ, পোশাক-আশাক ও যৌনসচেতন সঙ্গীর প্রয়োজন। আপনার জীবনকে যে ভালোবাসা, অনুপ্রেরণা ও প্রশংসা দিয়ে ভরিয়ে দেবে। অন্যথায় কারও কারও ক্ষেত্রে একাধিক বিয়েও হতে পারে।
ঘর-সংসার : আপনি গৃহ-সংসারকে বেশ গুরুত্ব দেন। সন্তান ও প্রিয়জনদের নিয়ে একটি সুখী সংসার আপনার কাম্য। মেষ মহিলারা আদর্শ মা ও সুগৃহিণী হিসেবে পরিচিত। আপনার রুচির ছাপ গৃহের সবকিছুতে পাওয়া যায়। কাজকর্মে স্বাধীনতা ও প্রশংসা আপনি পছন্দ করেন। আপনি অতিথিপরায়ণ। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের জন্য আপনার দুয়ার সব সময়ই খোলা থাকে। আপনি সন্তানদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন। সন্তানরাও আপনার উজ্জ্বল ব্যক্তিত্বকে পছন্দ করেন। সন্তানদের ব্যাপারে আপনি উদার ঠিকই, কিন্তু কর্তৃত্বপরায়ণ মনোভাব সন্তানদের ক্ষতি করতে পারে। সন্তানদের নিকট আপনাকে আরও গ্রহণীয় হতে হবে। শাসন নয়, স্নেহের দৃষ্টি দিয়ে তাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করুন।
স্বাস্থ্য : আপনি জন্মগতভাবে সুঠাম দেহের অধিকারী। তাড়াহুড়ো ও বেপরোয়া ভাব রয়েছে আপনার মধ্যে। যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। মাথা ও মুখমণ্ডল আপনার দুর্বল স্থান। চলন্ত কিছুতে ভ্রমণ ও খেলাধুলায় সাবধান থাকুন। দুশ্চিন্তা, উত্তেজনা, ক্রোধ আপনার স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনি পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, ভালো খাদ্য, সবজি ও ফল গ্রহণ করুন। আপনি জ্বর, মাথাব্যথার ব্যাপারে সতর্ক হোন। বৃদ্ধ বয়সেও আপনার মধ্যে তরুণ ও একধরনের উজ্জ্বলতা দেখা যায়।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষ-গুণ নিয়েই মানুষ। দোষগুলো আমরা কতটা কমিয়ে আনতে পারলাম বা নিয়ন্ত্রণে রাখতে পারলাম তার ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল মেষ হন, তবে আপনার মধ্যে দেখা যাবে একগুঁয়ে স্বভাব, প্রতিহিংসা, ক্রোধ, কৌশলের অভাব, অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত আবেগ ও চাহিদা, আত্মকেন্দ্রিকতা ও নিষ্ঠুরতা।
বৃষ (Taurus)
২১ এপ্রিল থেকে ২০ মে
নির্মাতা বা উত্পাদকের প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : সত্য, সুন্দর ও প্রেম-এ তিনটি শব্দের প্রতি আপনার সহজাত দুর্বলতা রয়েছে। আপনি বৈষয়িক, বুদ্ধিমান ও দায়িত্বসচেতন। আপনি আড্ডা ও আপ্যায়নপ্রিয়। আপনার ঘরে তাই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের ভিড় দেখা যায়। মানুষের দুঃখ দেখে আপনি দুঃখ পান। সাধ্যানুসারে মানুষের উপকার করেন। আপনি আত্মমর্যাদাসম্পন্ন ও সচেতন। এখানে আঘাত আসলে আপনি ক্ষেপে যান এবং কখনও কখনও নির্দয়ও হয়ে যান। ফুল, বাগান, সংগীত ও প্রকৃতির প্রতি আপনার সহজাত টান আছে। মনের দিক থেকে আপনি অত্যন্ত সত্, বিশ্বস্ত ও রক্ষণশীল। নিরাপত্তাবোধ আপনাকে সব সময় বিচলিত করে। তাই জমি ক্রয় ও বাড়ি করার ব্যাপারটি আপনার কাছে সর্বাধিক গুরুত্ব পায়। আপনি কাউকে পছন্দ করলে, ভালোবাসলে তার প্রতি নিবেদিত হন, কাউকে অপছন্দ করলে সহজেই মুখ ফিরিয়ে নেন। আপনি সহজে রাগেন না। একবার রাগলে তা সহজে ভুলতে বা ক্ষমা করতে পারেন না।
কর্ম : আপনার ধৈর্য ও নিরাপত্তাবোধ বেশি। তাই এমন পেশাই গ্রহণ করা উচিত যেখানে নিরাপদ আয়ের উত্স আছে, দীর্ঘ ও রুটিনমাফিক কাজের সুযোগ আছে। অ্যাকাউনট্যান্ট, স্থপতি, অর্থনীতিবিদ, খামার ব্যবসায়ী, ব্যাংকার, প্রশাসক হিসেবে আপনি সাফল্য অর্জন করবেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত পেশা ও কসমেটিক, বিলাসসামগ্রী প্রস্তুতকারক হিসেবেও ভালো করবেন। কর্মচারী হিসেবে আপনি মালিক ও পদস্থদের প্রতি বিশ্বস্ত ও অনুগত, সেখানেও আপনার অগ্রগতি ও সাফল্যের সুযোগ আছে।
অর্থ : অর্থের প্রতি আপনার সহজাত দুর্বলতা আছে। নিরাপত্তাবোধ থেকেই এর উত্পত্তি। অর্থ উপার্জনে আপনি ধৈর্য, সহ্যশক্তি ও বৈষয়িক উপার্জনে সার্থকভাবে কাজে লাগাতে জানেন। জীবনের প্রতিষ্ঠা, সুখ ও নিরাপত্তা অর্থই দিতে পারে বলে আপনি মনে করেন। আপনি অর্থের ব্যাপারে সচেতন, তবু কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে সহজে না করতে পারেন না। আপনি সঞ্চয়ে উত্সাহী, তবু আপনাকে কৃপণ বলা যাবে না। বিলাস, আরাম-আয়েশ ও ঘর সাজাবার জন্য আপনি বেহিসাবী। সন্তানদের ব্যাপারে অর্থ খরচে আপনি উদার। আপনার লটারি ও জুয়ার ভাগ্য ভালো।
প্রেম ও বিয়ে : শুক্রের প্রভাব, আপনি সাধারণত দেখতে সুন্দর, সুঠাম দেহ ও মিষ্টি কণ্ঠের অধিকারী। আপনার জীবনে একাধিক প্রেম বা দুর্বলতা আসবে। কিন্তু প্রেমে আপনি বিশ্বস্ত। কাউকে যথার্থ মনে হলে তাকে পাওয়ার জন্য আপনি যেকোনো ত্যাগ স্বীকার করতে পারেন। আপনি মানুষের মনে সৌন্দর্যে বিশ্বাসী, তবে বাইরের সৌন্দর্যকে অস্বীকার করেন তাও নয়। আপনি প্রেমে অত্যন্ত আবেগপ্রবণ। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা আপনি সহ্য করতে পারেন না। ঈর্ষা ও অধিকারবোধ আপনাকে তখন অস্থির করে তোলে। বিয়ে মানে আপনার কাছে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আপনাকে নিরাপত্তা ও ভালোবাসা দিতে পারবে এমন জীবনসঙ্গী আপনার পছন্দ। আপনি স্নেহপ্রবণ, উষ্ণ ও প্রেমময়। আপনার যৌন অনুভূতি অত্যন্ত তীব্র। প্রিয়জনের সান্নিধ্যে থাকতে আপনি বেশি পছন্দ করেন। আপনি অন্য রাশির তুলনায় সবচেয়ে নিবেদিত ও বিশ্বস্ত।
ঘর-সংসার ও সন্তান : ঘর-সংসার ও সন্তান আপনার কাছে বড় বেশি গুরুত্বপূর্ণ। ঘরের সুখ ও শান্তি আপনার প্রধান লক্ষ্য। আপনি চান ছিমছাম, রুচিশীল সুন্দর গৃহ। সহজাতভাবেই আপনার মধ্যে রং ও রুচির শৈল্পিক গুণ রয়েছে। আপনি মিশুক ও সামাজিক হওয়ায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের আপনার ঘরে যাতায়াত দেখা যায়। আর বিভিন্ন উপলক্ষে আপনি তাদের দাওয়াত করতে পছন্দ করেন। আপনি সন্তানবত্সল। কর্তৃত্বপরায়ণ, কখনও কখনও নির্দয়ও হয়ে ওঠেন। আবার অতিরিক্ত আদরও দিয়ে ফেলেন। একটা দ্বৈতসত্তা এ ব্যাপারে লক্ষ করা যায়।
স্বাস্থ্য : আপনি সাধারণ সুঠাম স্বাস্থ্যের অধিকারী। আপনার শরীরে প্রচুর প্রাণশক্তি ও ঔজ্জ্বল্য রয়েছে। আপনি সহজে অসুখ-বিসুখে ভোগেন না। আবার একবার অসুস্থ হলে আরোগ্য লাভে সময় লাগে। বৃষনারী সাধারণত দেখতে সুন্দর হয় এবং পোশাক-পরিচ্ছদে রুচি ও শালীনতা বজায় রাখে। অতিরিক্ত ভোজনপ্রিয় হওয়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা মোটা হয়ে যায়। গলা আপনার সবচেয়ে দুর্বল স্থান। ঠাণ্ডা ও সর্দি আপনাকে সহজেই কাবু করে ফেলতে পারে। তাই এর যত্ন নিন। দুশ্চিন্তাগ্রস্ত হলে আপনি সহজেই অসুস্থ হয়ে পড়েন। উচ্চ রক্তচাপ, জননেন্দ্রিয়ের রোগে আক্রান্ত হতে পারেন।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষগুণ নিয়েই মানুষ। দোষগুলো আপনি কতটা কমিয়ে আনতে পারলেন বা নিয়ন্ত্রণে রাখতে পারলেন এর ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল বৃষ হন, তবে আপনার মধ্যে একগুঁয়ে স্বভাব দেখা যাবে, কোনো যুক্তিই মানতে চাইবেন না।
মিথুন (Gemini)
২১ মে থেকে ২০ জুন
শিল্পী বা আবিষ্কারকের প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : আপনি দ্বৈতসত্তার অধিকারী। কখনও আবেগপ্রবণ আবার কখনও বাস্তববাদী। আপনার ব্যবহার ও চালচলনে একটা আকর্ষণ রয়েছে। আপনি চতুর ও বুদ্ধিদীপ্ত। আপনি সহজে রেগে যান আবার সহজেই সবকিছু ভুলে যান। আপনি সব অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারেন। বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয়েই আপনার আকর্ষণ প্রবল। তবে কোনো কিছুর গভীরে যেতে আপনি পছন্দ করেন না। আপনি একসঙ্গে অনেক কিছু করতে চান, এতে দেখা যায় কোনো কিছুই পূর্ণতা পায় না। একটা অস্থির মন আপনাকে তাড়া করে বেড়ায়। একাগ্রতার অভাব রয়েছে আপনার মধ্যে। আপনি সহজে কোনো কিছু শিখতে পারেন, একসঙ্গে অনেক বিষয় নিয়ে সুন্দর আলাপ-আলোচনা করতে পারেন। কর্মেই আপনার আনন্দ। সব সময় পরিবর্তন ও বৈচিত্র্যের প্রত্যাশী। জীবনকে বৈচিত্র্যময় করার জন্য আপনি যে কোনো কিছু করতে পছন্দ প্রস্তুত। আপনি উচ্চাভিলাষী। উন্নতির জন্য আপনি চতুরতা ও কূট-কৌশলের আশ্রয় গ্রহণ করতে দ্বিধা করেন না। আপনি দেওয়ার চেয়ে পেতেই আগ্রহী বেশি।
কর্ম : আপনি কর্মঠ ও পরিশ্রমী এবং চিত্তাকর্ষক ও বৈচিত্র্যময় কাজ করতে পছন্দ করেন। এমন কাজই আপনার জন্য ভালো, যেখানে বুদ্ধির সর্বাধিক ব্যবহারের সুযোগ আছে। আপনি সহজভাবে অনুসন্ধিত্সু ও গুছিয়ে কথা বলতে পারেন। আপনার মধ্যে কৌতুকবোধ ও স্বতঃস্ফূর্ত সুন্দর ব্যবহার রয়েছে। অনেক মানুষের মাঝে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিকে সাংবাদিক, দালাল, আইনজীবী, সেলসম্যান, সেক্রেটারি ও ব্যবসায়ী হিসেবেও আপনি খারাপ করবেন না, যদিও আপনার লেখাতে গভীরতা তেমন থাকবে না। সার্জন, দাঁতের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবেও অনেককে সাফল্য লাভ করতে দেখা যায়। আপনার মধ্যে একধরনের অস্থিরতা আছে, ভ্রমণে বিশেষভাবে আগ্রহী। যে পেশায় এই প্রবণতাকে পূর্ণ করতে সাহায্য করবে এমন পেশাও আপনার জন্য ভালো। আপনার অস্থিরতা ও কৌতূহলী মনের জন্য কোনো পেশায়ই চিরদিন লেগে থাকতে পারবেন না।
অর্থ : অর্থ উপার্জনে সঞ্চয়ে আপনার সাফল্য উল্লেখযোগ্য নয়। অস্থির চিত্ত ও ঘন ঘন পেশা পরিবর্তন এর অন্যতম কারণ। অর্থের প্রতি আপনার সহজাত মোহ আছে। এতে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় বড় বড় কন্টাক্ট করিয়ে দিয়ে আপনি হঠাত্ প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আপনার অনেক অর্থকরী উদ্যোগে সততা ও বিশ্বস্ততার অভাব দেখা যায়। নিয়মিত ও নিরাপদ আয়ের উত্স আপনার আর্থিক উন্নতি ও সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।
প্রেম ও বিয়ে : প্রেমে আপনি আগ্রহী। কিন্তু অস্থিরতা ও বৈচিত্র্যপ্রিয়তার জন্য কোথাও গভীরভাবে জড়াতে পারেন না। এক্ষেত্রে বিপরীত লিঙ্গরা আপনাকে ভুল বোঝে। অবিশ্বস্ততার অপবাদ পেয়ে থাকেন। কেউ আপনাকে আকর্ষণ করলে সহজেই দূরে সরে যেতে পারেন। এতে আপনার মনে কোনো অনুশোচনা ও দুঃখবোধ কাজ করে না। জীনবকে বৈচিত্র্যময় করার জন্য আপনি এটাকে স্বাভাবিক মনে করেন।
ঘর-সংসার ও সন্তান : সুন্দর পরিবেশ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার লক্ষ্য শান্তিপূর্ণ, বৈচিত্র্যময়, আনন্দঘন জীবন। গৃহ আপনাকে এ লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। আপনি চান আপনার বাড়িতে গান-বাজনা, আনন্দ-ফুর্তির ব্যবস্থা থাকুক। আত্মীয়স্বজন আপনার বাড়িতে ঘন ঘন যাতায়াত দেখা যায়। আপনি অতটা অর্থনৈতিক সচেতন না। তবু গৃহকে সুন্দরভাবে ম্যানেজ করার ক্ষমতা আছে আপনার। আপনি সব সময়ই ভাবেন সংসার আপনাকে কতটুকু দিল। আপনি সংসারকে কতটুকু দিলেন। এই ভাবনা আপনার কাছে তেমন গুরুত্ব পায় না। পিতা-মাতা হিসেবে আপনি ততটা আদর্শ নন। আপনার বহিমুখী মন ও ব্যস্ততা এ ব্যাপারে অন্তরায় সৃষ্টি করে।
স্বাস্থ্য : আপনার মনের মতোই আপনার দেহ সক্রিয়। চেহারাতে একটা বুদ্ধিদীপ্ত ছাপ সাধারণত দেখা যায়। আপনার অস্থিরতা ও একসঙ্গে অনেক কিছুতে শক্তির অপচয় আপনার স্বাস্থ্যহানি ঘটাতে পারে। আপনার সদা সক্রিয় মন শান্তিপূর্ণ ঘুমের অন্তরায়। আপনার সবচেয়ে দুর্বল স্থান স্নায়ুতন্ত্র ও ফুসফুস। এদের যত্ন নিন। সাধারণত আপনার বাত, ঠাণ্ডা, নিউমোনিয়া, অ্যাজমা ও স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষ-গুণ নিয়েই মানুষ। দোষগুলো আপনি কতটা দমিয়ে নিতে পারলেন বা নিয়ন্ত্রণে রাখতে পারলেন এর ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল মিথুন হন, তবে আপনার মধ্যে ধৈর্য ও একাগ্রতার অভাব দেখা যাবে। জীবনের সাফল্যের জন্য স্থিতি বড় বেশি প্রয়েজন। লোভ ও বৈচিত্র্যের স্পৃহা আপনার মধ্যে অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলতে পারে।
কর্কট (Cancer)
২১ জুন থেকে ২০ জুলাই
প্রচারক বা শিক্ষকের প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : সব রাশির মানুষের মধ্যে তুলনামূলকভাবে আপনি বেশি মেজাজী, সংবেদনশীল ও ধৈর্যশীল। আপনি অত্যন্ত চাপা স্বভাবের। হূদয়াবেগ ও অনুভূতির যথাযথ বাঙ্ময় প্রকাশ ঘটাতে আপনি প্রায়শই ব্যর্থ হন। তাই প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আপনাকে ভুল বোঝে। আপনি মানুষের দুঃখ-কষ্ট দেখে সহজেই আপ্লুত হন। আপনি অত্যন্ত দয়ালু। অনেকেই আপনার এই দুর্বলতার সুযোগ নেয়। চন্দ্রের প্রভাবে আপনার মধ্যে একটা অস্থিরতা ও বৈচিত্র্যপ্রিয়তা কাজ করে। ভ্রমণ ও বিদেশের প্রতি আগ্রহ দেখা যায়। আপনার জীবনে একাধিক বিদেশ ভ্রমণের সুযোগ আসে। যাদের আপনি ভালোবাসেন তাদের দ্বারা আপনি সহজেই প্রতারিত হন। কিন্তু যদি মনে করেন সুন্দর মনের ছদ্মবেশে স্বার্থ ও ছলনা লুকিয়ে আছে, আপনি সহজেই নীরবে দূরে সরে দাঁড়ান। ঘর-সংসারের প্রতি ভালোবাসা আপনার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। ঘরের শান্তি, সংসারের সমৃদ্ধি ও নিরাপত্তা একান্তভাবে কামনা করেন। আপনি সহজাতভাবে সামাজিক। কিন্তু একটা রক্ষণশীল মন আপনাকে ঘিরে রাখে, নিজের মতো করে সবকিছু দেখতে চান, পেতে চান, অন্যদিকে নতুন কিছুর প্রতি আপনার আগ্রহও আছে। আপনার অদ্ভুত প্রজ্ঞা ও ইন্দ্রিয় শক্তি রয়েছে, যা দিয়ে আপনি অন্যদের অভিসন্ধি বা মনমানসিকতা বুঝতে পারেন। আপনি সৃজনশীল ও উচ্চাভিলাষী। সত্য ও সুন্দরের প্রতি আপনার সহজাত আকর্ষণ রয়েছে। আপনি মনেপ্রাণে ধার্মিক, আপনি সাহিত্য-সংগীত পছন্দ করেন। জীবনের রহস্যময়তা ও আধ্যাত্মিকতার প্রতি আপনার দুর্বলতা রয়েছে।
কর্ম : আপনি মিতব্যয়ী, বিচক্ষণ, সতর্ক ও পরিণামদর্শী। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূণর্, যা আপনার রয়েছে। আপনার ইনটিউশন ব্যবসায়িক লেনদেন ও সঠিক সিদ্ধান্ত উল্লেখযোগ্য। ভূমিকা রাখে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্তির চেয়ে অনুভূতির ওপর নির্ভর করেন। যেখানে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমের সুযোগ বেশি এ ধরনের পেশাই আপনার জন্য উপযুক্ত। জনসংযোগ ও সেবামূলক কাজেও আপনি সুনাম অর্জন করতে পারেন। আপনি কোনো জিনিসকে বিশ্লেষণ করে তা গভীরে অনায়াসে যেতে পারেন। রিয়েল এস্টেট ও অর্থলগ্নি ব্যবসায় এ গুণ কাজে লাগাতে পারে। জলীয় বৈশিষ্ট্যের জন্য আপনি তরল জিনিসের ব্যবসা, হোটেল ব্যবসা, বাগান-নার্সারি ও বৈদেশিক উদ্যমী ও সৃজনশীল। আপনার সাহিত্য, সংগীত ও চিত্রাঙ্কনের প্রতি গভীর আবেগ ও শৈল্পিক সুষমা দেখা যায়। আপনি দরদি ও সেবাপরায়ণ। ডাক্তার, নার্স ও সমাজসেবী হিসেবেও আপনি ভালো করবেন।
অর্থ : নিরাপত্তাবোধ কর্কটের প্রবল। তা থেকেই অর্থ ও সম্পত্তির প্রতি সহজাত আকর্ষণ রয়েছে আপনার। আপনি মিত্যব্যয়ী ও সঞ্চয়ী। আপনি সত্, অন্যদের কাছ থেকে আপনিও সততা আশা করেন। সততা ও বিশ্বাসের ভিত্তির ওপর আপনি নিজেকে দাঁড় করাতে চান। আপনার ধৈর্য ও উদ্যমী মন আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কথিত আছে, পৃথিবীর জমাকৃত অর্থ ও সম্পদের সিংহভাগই কর্কটের হাতে।
প্রেম ও বিয়ে : আপনার কাছে প্রেম, বিয়ে ও পারিবারিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চোখে একধরনের স্বপ্নিল দৃষ্টি ও আচ্ছন্নতা আছে, যা সহজেই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে, আপনি বেশ আবেগপ্রবণ ও রোমান্টিক। হূদয়ের অকৃত্রিম উষ্ণতা আপনাকে সহজেই আপ্লুত করে। প্রেমিক-প্রেমিকার জন্য আপনি বিশ্বস্ত নিবেদিত। যথার্থ প্রিয়জনকে পেলে প্রেম আপনার জীবনের সব। এর জন্য বড় রকমের ত্যাগ স্বীকারেও আপনি প্রস্তুত। কিন্তু আপনার সুন্দর ও রক্ষণশীল মন যথার্থ প্রিয়জনের প্রয়োজনকে সহজে খুঁজে পায় না। একবার খুঁজে পেলে আপনি তাকে কখনও ছেড়ে যেতে পারেন না। ছোট ছোট বিচ্ছেদ আপনার মনকে দারুণভাবে তোলপাড় করে। প্রিয়জনের প্রয়োজনের প্রতি সব সময়ই আপনার দৃষ্টি থাকে। আপনি বহুগামিতাকে মনেপ্রাণে ঘৃণা করেন। আপনি চাপা স্বভাবের হওয়ায় আবেগ প্রকাশে তীব্রতা কম থাকে। এতে অনেকে আপনাকে ভুল বোঝে। আপনি চান প্রিয়জন আপনার যত্ন নিক, আপনার কথায় গুরুত্ব দিক। এক্ষেত্রে কখনও কখনও আপনাকে মেজাজী হতেও দেখা যায়। একমাত্র প্রেম ও সুন্দর ব্যবহার দিয়েই আপনাকে প্রভাবিত করা যায়। আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল। স্পর্শকাতর ও স্নেহ-মমতায় পরিপূর্ণ যৌনাবেগের সুন্দরতম প্রকাশে আপনি আগ্রহী।
ঘর-সংসার ও সন্তান : সব রাশির তুলনায় আপনি বেশি গৃহপ্রেমিক ও সংসারের প্রতি নিবেদিত। একটি সুন্দর বাড়ি ও বাগান যেন আপনার পৃথিবী। আপনি অতীত ও পুরনো জিনিস ভালোবাসেন। তাই আপনার বাড়ির সাজসজ্জায় একটা রোমান্টিক ছোঁয়া থাকে। আপনি আপ্যায়ন করতে পছন্দ করেন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পেশা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বাড়িতে ঘন ঘন যাতায়াত দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে তারা এলে আপনি খুশি হন। ক্ষেত্রবিশেষে কখনও বাড়িতে ঘরোয়া গানের জলসার আয়োজনে আপনি উত্সাহী। আপনার গৃহ আধুনিক না হলেও সেখানে রুচির ছাপ পাওয়া যায়। একটা সুন্দর আরামদায়ক পরিবেশ আপনার কাম্য।
স্বাস্থ্য : আপনার দুর্বল স্থান পাকস্থলী সহজেই পেটের পীড়া ও গ্যাস্ট্রিকে আক্রান্ত হন। অপ্রয়োজনীয় দুশ্চিতা ও নার্ভাস স্বভাব এর অন্যতম কারণ। আপনার সুস্বাদু ও রিচ খাবারের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। যতটা সম্ভব এই প্রবণতা সংযত করতে চেষ্টা করুন। আপনার মেজাজী স্বভাব স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। দুশ্চিন্তা, ভয়, বিষণ্নতা আপনার রোগের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। চন্দ্র আপনার চালিকাশক্তি হওয়ায় আবহাওয়া বা ঋতু পরিবর্তন আপনার শরীর ও মনে বেশ প্রভাব বিস্তার করে। মিষ্টির প্রতি আপনার বেশ আকর্ষণ রয়েছে। এতে আপনি মোটা হয়ে যেতে পারেন, বহুমূত্র রোগে আক্রান্ত হতে পারেন। আপনার সুস্বাস্থ্যের জন্য দুশ্চিন্তামুক্ত জীবন ও নিয়মিত ব্যায়াম করা উচিত।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষ-গুণ নিয়েই মানুষ। আপনি যদি দুর্বল কর্কট হন অর্থাত্ আপনি যদি অন্যান্য গ্রহের কোণিক প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তবে আপনার মধ্যে উদ্যমহীনতা ও ভীরুতা দেখা যাবে। অকেকেই অত্যন্ত অলস ও অদৃষ্টবাদী। অনেকে অতীতচারী এত বেশি যে ভবিষ্যেক সুন্দর করার কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না। অতিরিক্ত আবেগ জীবনকে জটিল করে তুলতে পারে।
সিংহ (Leo)
২১ জুলাই থেকে ২০ আগস্ট
ক্ষমতার প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : আপনার ব্যক্তিত্বে আভিজাত্য, কর্তৃত্ব ও প্রেমের এমন এক সুন্দর সমন্বয় রয়েছে, যা সহজেই অন্যদের আকর্ষণ করে। আপনার প্রাণবন্ত ও সদা হাস্যোজ্জ্বল স্বভাব সব সময়ই সর্বজনের কেন্দ্রবিন্দুতে ধরে রাখে। আপনিও মনেপ্রাণে এ অবস্থানকে পছন্দ করেন। আপনি উদার ও সহানুভূতিশীল। অন্যের দুঃখে পাশে দাঁড়াতে ভালোবাসেন। এজন্য আপনার জীবনে ভালোবাসা ও বন্ধুর অভাব হবে না। আপনি আনন্দ-ফুর্তি ও খেলাধুলা পছন্দ করেন। আপনি জীবনকে সুন্দরভাবে ভোগ করতে চান। আপনি সৃজনশীল ও সাংগঠনিক। নেতৃত্বের স্পৃহা আপনার রক্তে মিশে আছে। সহজেই আপনি মানুষকে প্রভাবিত করতে পারেন। আত্মমর্যাদাবোধের ব্যাপারে আপনি অত্যন্ত স্পর্শকাতর। আপনার মর্যাদাবোধে কেউ আঘাত করলে আপনি সহজে ভুলতে পারেন না। আপনার রাগী স্বভাব কখনও কখনও সমস্যার সৃষ্টি করে। তবে আপনার রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনি মানুষকে সহজেই ক্ষমা করতে পারেন। সুন্দরের প্রতি আপনার সহজাত বৈশিষ্ট্য রয়েছে। বিলাস ও জৌলুস আপনি পছন্দ করেন। আপনার পোশাক-পরিচ্ছদ ও চালচলনে তার উপস্থিতি লক্ষ করা যায়।
প্রশংসা তোষামোদে আপনি সহজেই প্রভাবিত হয়ে যান। কখনও কখনও শত্রু-মিত্র বুঝতে ভুল করেন। জীবনের গতিময়তা ও সৌন্দর্য আপনার কাছে বড় কথা। অন্য কিছু নিয়ে বেশি ভাবতে চান না। আপনার উজ্জ্বল ব্যক্তিত্বে একটা সাফল্য ও তীব্র আবেগ রয়েছে। যুক্তির তোয়াক্কা না করে আপনি অনেক কিছুই করে বসেন।এতে কখনও কখনও সমালোচনা ও বিপদের সম্মুখীন হন। আপনি স্পষ্টভাষী। কারও দোষ-গুণ বা যে কোনো কাজের সহজেই সমালোচনা করে থাকেন। তবে আপনার মধ্যে সাধারণ হিংসা ও বিদ্বেষ কাজ করে না।
কর্ম : যে কোজে আপনার কর্তৃত্ব থাকবে এমন কাজই আপনার জন্য উপযুক্ত। প্রশাসনিক কাজেও আপনার দক্ষতার প্রমাণ দিতে পারেন। আপনার সহজাত প্রবৃত্তি জীবনে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন। সব কাজেই আপনি তা খুঁজে বেড়ান এবং আপনি পেয়েও যান। কারণ আপনার রয়েছে বুদ্ধি, মানুষকে বোঝার ক্ষমতা ও আত্মবিশ্বাস। আপনি ম্যানেজার, সুপারভাইজার, রাজনীতিবিদ হিসেবেও ভালো করবেন। আপনার মধ্যে গতির দায়িত্বশীলতা রয়েছে। যেখানে আপনার কাজে স্বাধীনতা রয়েছে, সেখানেই আপনার অগ্রগতি ও প্রসার। ব্যবসাও আপনার জন্য উপযুক্ত ক্ষেত্র। বিজ্ঞাপনী সংস্থা, উত্পাদন শিল্পেও আপনার ভালো করার সম্ভাবনা বেশি। আপনার রয়েছে সৃজনশীল শিল্পমন। নাটকীয়তা ও গ্ল্যামার আপনাকে সহজে আকর্ষণ করে। অভিনয় ও বিনোদন জগতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
অর্থ : আপনি অমিতব্যয়ী। বিলাস ও জৌলুস পছন্দ করেন। এর জন্য অর্থের দরকার। আপনি প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে জানেন। অল্পবয়সেই আপনি প্রতিষ্ঠা পেয়ে যান। হঠাত্ অর্থ প্রাপ্তি বা জুয়ার প্রতিও আপনার আসক্তি রয়েছে।
প্রেম ও বিয়ে : আপনার ব্যক্তিত্বের আভিজাত্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনার প্রাণচঞ্চলকে সবাই পছন্দ করে। রোমাঞ্চে জড়ানো আপনার কাছে কোনো কঠিন ব্যাপার নয়। আপনি আলাপ জমাতেও পারদর্শী। প্রেমিক-প্রেমিকা হিসেবে আপনি উষ্ণ, আবেগপ্রবণ সেন্টিমেন্টাল ও রোমান্টিক। সৌন্দর্যের প্রতি আপনার দুর্বলতা থাকায় বিপরীত লিঙ্গের বাহ্যিকে রূপলাবণ্য আপনার প্রথম দৃষ্টিকে প্রথম স্পর্শ করে। আপনি গভীরভাবে ভালোবাসতে জানেন। ছলনা ও অভিনয়কে আপনি ঘৃণা করেন। তবে আপনার জৌলুস ও বৈচিত্র্যপ্রিয় মনের সঙ্গে প্রিয়জনকে অবশ্যই মানানসই হতে হবে। প্রিয়জনদের জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। দামি দামি উপহার দিতে পছন্দ করেন। শ্রদ্ধা ও প্রশংসা পেলে আপনি অত্যন্ত বিশ্বস্ত ও নিবেদিত। আপনার স্বাধীনতা ও কর্তৃত্বকে মানবে এমন জীবনসঙ্গী আপনার জন্য উপযুক্ত, আপনারা সময়মতোই বিয়ে করেন। আপনার যৌন অনুভূতি অত্যন্ত প্রবল।
ঘর-সংসার ও সন্তান : ঘরের শান্তি ও সুন্দর পরিবেশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যস্ত জীবনে ঘর হল রিলাক্সের উত্তম স্থান। আপনি চান সবাই আপনাকে বাড়ির নেতা মনে করুক। আপনার কথা শুনুক। আপনি আশা করেন বাড়ির সবাই আপনার সম্মান ও রুচিকে তুলে ধরুক। অন্যথায় আপনি ক্ষুব্ধ হন, মেজাজী হয়ে ওঠেন। আপনি অতিথিপরায়ণ। বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের সান্নিধ্য আপনি বেশ উপভোগ করেন। তবে এ ব্যাপারে আপনি চুজি। আপনি ক্ষমতা ও প্রতিপত্তি প্রকাশে অর্থ খরচ করতে কোনো কার্পণ্য করেন না। আপনি সুন্দর এলাকায় সুসজ্জিত বাড়ি পছন্দ করেন। সিংহ স্ত্রী সাধারণত খুব বিলাসবহুল জীবন পছন্দ করে, কেনাকাটা ও খরচের ব্যাপারে তারা অমিতব্যয়ী। তবে উদার মনের জন্য তারা বেশ সুপরিচিত। স্বামীর বিভিন্ন পার্টিতে তাদের উপস্থিতি লক্ষ করার মতো। উচ্চাভিলাষী ও উষ্ণ স্বামীর জন্য এরা আদর্শ স্ত্রী। মা হিসেবে এরা সন্তানবত্সল, সিংহ পিতা সন্তানকে কঠোর নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতী। সন্তানের প্রতি আপনাকে নমনীয় হতে হবে। তাদের সহজাত প্রবণতার মূল্য দিতে হবে। সত্যিকার অর্থে আপনি সন্তানের উন্নতি ও কল্যাণ কামনা করেন।
স্বাস্থ্য : আপনি অন্যদের তুলনায় জীবনকে বেশি ভালোবাসেন। তাই সুস্বাস্থ্য ও সৌন্দর্য আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জন্মগতভাবেই সুঠাম দেহের অধিকারী। দেহ-মনে একটা চাঞ্চল্য সব সময়ই লক্ষ করা যায়। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। সুস্বাদু খাবারের প্রতি দুর্বলতা, আপনাকে গৃহরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে আক্রান্ত করতে পারে। হূদযত্ন ও মেরুদণ্ড আপনার দুর্বল স্থান। এদের যত্ন নিন। আপনি রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করেন। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে একসঙ্গে অনেক কাজের দায়িত্ব নিয়ে আপনি প্রায়শ মানসিক ও শারীরিক চাপের সম্মুখীন হন। এই প্রবণতা আপনার স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আবার বীরত্ব দেখাতে গিয়ে কখনও কখনও দুর্ঘটনার শিকার হন। বয়স আপনাকে সহজে স্পর্শ করতে পারে না। বৃদ্ধ বয়সেও আপনার মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষ-গুণ নিয়েই মানুষ। আপনি যদি দুর্বল সিংহ হন অর্থাত্ আপনি যদি অন্যান্য গ্রহের অশুভ কৌণিক প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তবে আপনার মধ্যে উদ্ধত ও দাম্ভিক ব্যবহার লক্ষ করা যবে। অনেক ক্ষেত্রে আপনি বেপরোয়া হয়ে উঠতে পারেন। আপনার পারিবারিক, ব্যবসায়িক থেকে শুরু করে সবখানে তার বিরূপ প্রভাব পড়তে পারে। আপনার মধ্যে কৌশলের অভাব দেখা দিতে পারে। মানুষের সমালোচনা করতে গিয়ে আপনি সমাজে অপ্রিয় হযে উঠতে পারেন। সত্যিকার বন্ধু ও চাটুকারের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে অনেক সময়ই ক্ষতির শিকার হতে পারেন। কেউ কেউ অনিয়ন্ত্রিত যৌন জীবনের জন্য প্রচুর মূল্য দিতে পারেন। আপনাকে জীবনযুদ্ধে আরও বাস্তববাদী হতে হবে। আপনার উদ্যমই আপনার পুঁজি।
কন্যা (Virgo)
২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর
কারিগর বা সমালোচকের প্রতীক
চারিত্রিক বৈশিষ্ট্য : আপনি বাস্তববাদী, বুদ্ধিদীপ্ত ও পরিশ্রমী। আবেগ-অনুভূতিকে আপনি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করে থাকেন। এর জন্য আপনার আচরণে একটা শীতলতা লক্ষ করা যায়। মনের দিক থেকে আপনি নিখুঁত সৌন্দর্যে বিশ্বাসী। আপনার স্মরণশক্তি প্রখর, অতীতের অনেক ঘটনা অনায়াসে বলে দিতে পারেন অতীতচারী স্বভাব রয়েছে আপনার। আপনি জীবনের উল্লেখযোগ্য ঘটনা ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করেন। আপনি কঠিন সমালোচক ও স্পষ্টবাদী। সাধারণত এতে ঈর্ষা থাকে না, তবু এর কারণে আপনি অন্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন, অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেকোনো আবেগ বা ইন্দ্রিয়ের ব্যাপারে আপনি অত্যন্ত চাপা। সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও আপনাকে স্বার্থপর মনে হতে পারে। প্রেমের ব্যাপারে আপনার ঠাণ্ডা স্বভাব সুন্দর জীবনের পথে অন্তরায়। আপনি দ্রুত যেকোনো জিনিস লিখতে পারেন। কিন্তু পড়ালেখায় আপনার আগ্রহ কম। আপনি বুদ্ধিবৃত্তিক সব ব্যাপারে আগ্রহী এবং সংস্কৃতিবান ব্যক্তিদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে চান। আপনি বেশ চালাক ও সতর্ক। আপনার সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি জন্মগত আগ্রহ রয়েছে। আপনি সাধারণত বিনয়ী ও বিশ্বস্ত। আপনার জীবনে বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। নিজের বাড়ি না হলে আপনি ঘন ঘন বাড়ি বদল করতে পছন্দ করেন। চাকরির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। বন্ধু হিসেবে আপনি বেশ বিশ্বস্ত।
কর্ম : কাজই আপনার আনন্দ ও গর্ব। কাজের মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে চান। সত্যিকার ভালো কাজের জন্য আপনি ত্যাগী ও পরিশ্রমী। আপনি মানসিক ও শারীরিক দু’ ধরনের কাজেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্যের জন্য আপনি শিক্ষক, সাংবাদিক ও সমালোচক হিসেবে দক্ষতার পরিচয় দিতে পারেন। বিজ্ঞানী ও আইনজীবী হিসেবেও আপনি খ্যাতি অর্জন করতে পারেন। সেক্রেটারি ও হিসাবরক্ষক হিসেবেও আপনার মেধার স্বাক্ষর রাখতে পারেন। অংশীদারি ব্যবসা হলে আপনার অংশীদারত্বে উদ্যমী, সাহসী ও শর্টকাট মাধ্যমে পারদর্শী হতে হবে। আপনার অধ্যবসায়, বিশ্বস্ততা ও প্রতিযোগী মন ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মচারীদের নিকট আপনি অপ্রিয় হয়ে ওঠেন।
অর্থ : অর্থের ব্যাপারে আপনি বেশ উত্সাহী। অর্থকে আপনি ক্ষমতার উত্স বলে মনে করেন। আপনি বেশ হিসাবী। সহজে অর্থ হাতছাড়া করতে চান না। আপনি সঞ্চয়ী। ধনী হওয়ার জন্য আপনার চেষ্টায় কোনো ক্লান্তি নেই। অর্থলগ্নিতে আপনার ভাগ্য ততটা ভালো নয়। অতি সতর্কতার জন্য অর্থ উপার্জনের অনেক সুন্দর সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
প্রেম ও বিয়ে : প্রেমের ব্যাপারে আপনি অনেকটা শীতল প্রকৃতির। সাধারণত আবেগ-অনুভূতি ও স্নেহ-মমতা প্রকাশে আপনি রুচিশীল ও বিনয়ী। আপনি এত বেশি আত্মকেন্দ্রিক যে, প্রেমের স্বাভাবিক আবেগ প্রকাশেও সঙ্কোচ বোধ করেন। আপনি প্রেমিক-প্রেমিকার কাছে নিবেদিত হওয়াটাকে অপছন্দ করেন। আপনি কখনও কখনও প্রেমকে অভিনয় হিসেবে উপভোগ করেন। তবে কেউ যদি আপনার ভালোবাসা অর্জনে সমর্থ হয়, আপনি সহজেই তার দ্বারা প্রভাবিত হন। এক্ষেত্রে আপনার নির্বাচন সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলবে.. সূত্র : সকালের খবর
0 comments:
Post a Comment