ম্যাসাচুসেটস
ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষকরা এমন এক ধরনের ‘ওয়ালেট’ বা মানিব্যাগ
তৈরি করেছেন যা খরচ কমাতে সাহায্য করবে। যখন ওয়ালেটে টাকার পরিমাণ কমে যাবে
তখন এর কব্জা নিজে থেকেই আটকে যাবে। আবার ওয়ালেট ভর্তি টাকা থাকলে তা
স্বাভাবিক আচরণ করবে। খবর ডেইলি মেইল-এর।অর্থসঙ্কটের সময় হাড়কিপটের মতো আচরণে সক্ষম এই ই-ওয়ালেটকে গবেষকরা নাম দিয়েছেন ‘প্রোভার্বিয়াল ওয়ালেট’। এ ওয়ালেট-এর সঙ্গে ব্লুটুথ ডিভাইস যুক্ত রয়েছে। মোবাইল ফোন থেকে এ ওয়ালেটের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়।
পুরো মাসের খরচের বাজেট আগে থেকেই ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় ওয়ালেট হাড়কিপটের মতো আচরণ শুরু করবে। কিছুতেই এ ওয়ালেট থেকে অর্থ বের হতে চাইবে না। ওয়ালেটের কব্জা নিয়ন্ত্রণের জন্য এ ওয়ালেটের সঙ্গে একটি চিপ জুড়ে দেয়া হয়েছে। এ ছাড়াও ব্যাংক থেকে অর্থ লেনদেনের সময় ওয়ালেট ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনেই খরচ মেটানো বা কোনো জুয়োচুরি থেকে বাঁচতেও এ ওয়ালেট সতর্ক করে দেবে।
বর্তমানে এমআইটির গবেষণাগারে এ ওয়ালেটটি পরীক্ষমূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ ওয়ালেট বাজারে চলে আসবে বলেই গবেষকরা জানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment