অর্থসঙ্কটের সময় হাড়কিপটের মতো আচরণে সক্ষম এই ই-ওয়ালেটকে গবেষকরা নাম দিয়েছেন ‘প্রোভার্বিয়াল ওয়ালেট’। এ ওয়ালেট-এর সঙ্গে ব্লুটুথ ডিভাইস যুক্ত রয়েছে। মোবাইল ফোন থেকে এ ওয়ালেটের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়।
পুরো মাসের খরচের বাজেট আগে থেকেই ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় ওয়ালেট হাড়কিপটের মতো আচরণ শুরু করবে। কিছুতেই এ ওয়ালেট থেকে অর্থ বের হতে চাইবে না। ওয়ালেটের কব্জা নিয়ন্ত্রণের জন্য এ ওয়ালেটের সঙ্গে একটি চিপ জুড়ে দেয়া হয়েছে। এ ছাড়াও ব্যাংক থেকে অর্থ লেনদেনের সময় ওয়ালেট ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনেই খরচ মেটানো বা কোনো জুয়োচুরি থেকে বাঁচতেও এ ওয়ালেট সতর্ক করে দেবে।
বর্তমানে এমআইটির গবেষণাগারে এ ওয়ালেটটি পরীক্ষমূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ ওয়ালেট বাজারে চলে আসবে বলেই গবেষকরা জানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment