এখন প্রশ্ন হচ্ছে “১ দণ্ড” বা “১ প্রহর” সমান-সমান কতটা সময়?
যারা জানেন তাদের অভিনন্দন আর যারা জানেন না তারা আজকের পর থেকে জেনে যাবেন। আমি যদি বলি “এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত সময়কে মোট ৬০টি দণ্ডে ভাগ করা হয়েছে” তাহলে দাঁড়ায়
২৪ ঘন্টা = ৬০ দণ্ড।
বা ১ ঘন্টা = (৬০÷২৪) দণ্ড বা ২.৫ দণ্ড
অতএব ২.৫ দণ্ড = ১ ঘন্টা
বা ২.৫ দণ্ড = ৬০ মিনিট
বা ১ দণ্ড = (৬০÷২.৫) মিনিট বা ২৪ মিনিট।
তাহলে দেখা যাচ্ছে ২৪ মিনিটে হয় ১ দণ্ড।
তাহলে উপরের হিসাব থেকে দেখতে পাচ্ছি যে কেউ যখন বলে “এক দণ্ড দাঁড়ানোর সময় নাই” তার অর্থ হচ্ছে উনি ২৪ মিনিট দাঁড়াতে পারবেন না।
আবার আমরা এটা বলে থাকি যে – “অষ্টপ্রহর ব্যস্ত থাকতে হয়।”
এখানে জেনে রাখুন, ৮ প্রহর = ৬০ দণ্ড।
আর আমরা আগেই জেনেছি ৬০ দণ্ড = ১ দিবারাত্রি।
অর্থাৎ
৮ প্রহর = ২৪ ঘন্টা
বা ১ প্রহর = (২৪÷৮) ঘন্টা
বা ১ প্রহর = ৩ ঘন্টা।
তাহলে দেখতে পাচ্ছি ৩ ঘন্টায় হয় ১ প্রহর।
১০০০০০০ নেনোসেকেন্ড = ১ মিলিসেকেন্ড।
১০০০ মিলিসেকেন্ড = ১ সেকেন্ড।
৬০ সেকেন্ড = ১ মিনিট।
৬০ মিনিট = ১ ঘন্টা।
২৪ ঘন্টা = ১ দিন। (দিবারাত্রি)
৭ দিন = ১ সপ্তাহ।
৩০ দিন = ১ মাস।
১২ মাস বা ৩৬৫ দিন = ১ বছর।
১০০ বছর = ১ শতাব্দী।
কিন্তু সত্যিকারের নক্ষত্রীয় সময়ে ৬০ সেকেন্ড = ১ মিনিট নয়, বরং ৫৯.৮৩৬১৭ সেকেন্ড = ১ মিনিট হয়।
আবার যদিও বলা হচ্ছে ৩০ দিনে এক মাস, আসরে বলা উচিত-
২৮, ২৯, ৩০ বা ৩১ দিনে এক মাস।
ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনে, লিপইয়ারে আবার হয় ২৯ দিনে। আবার কিছু মাস হয় ৩০ বা ৩১ দিনেও
আমরা বলি ৩৬৫ দিনে ১ বছর, আসলে-তো ৩৫৬ বা ৩৬৬(লিপ ইয়ার) দিনে এক বছর হয়।
0 comments:
Post a Comment