চীনে তৈরি কেকটি ৯০৪টি ডিম, ১০৪ কেজি ময়দা, ২০৯ কেজি চিনি ও ৪০১ কেজি চকলেট দিয়ে তৈরি করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ৮০ জন বাবুর্চি মিলে কেকটি তৈরি করলেও এটি সাজাতে ও প্রদর্শন করতে দেড় শ কর্মী লেগেছে। হোটেলের মোট ১৫৬টি টেবিল যুক্ত করে তার ওপর কেকটি প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর পর হোটেল কর্তৃপক্ষ কেকটি কেটে টুকরো টুকরো করেছে। তা এখন সর্বসাধারণের কাছে বিক্রি করা হবে। এই কেক বিক্রি করে পাওয়া অর্থ ব্যয় হবে ক্যানসার-আক্রান্ত শিশুদের চিকিৎসায়
কেকটি প্রথমে ৮৮৮ মিটার লম্বা তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। চীনে এই সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। কিন্তু ৮৮৮ মিটার তৈরি করার পর কর্তৃপক্ষের মন না ভরায় শেষ পর্যন্ত এটি এক হাজার মিটারের ওপর তৈরি করা হয়। অরেঞ্জ অনলাইন।
0 comments:
Post a Comment