পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে দেব আনন্দের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। এ কারণে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান। তবে তাঁর আর দেশে ফেরা হলো না। ‘হাম এক হাইন’ ছবির মধ্য দিয়ে ১৯৪৬ সালে ভারতীয় চলচ্চিত্রে দেব আনন্দের অভিষেক হয়। ১৯৪৭ সালে মুক্তি পায় তাঁর জনপ্রিয় ছবি ‘জিদ্দি’। এই ছবিই তাঁকে মহাতারকার খ্যাতি এনে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
বহুমুখী প্রতিভার অধিকারী দেব অভিনীত অনেক ছবিই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘পেইং গেস্ট’, ‘বাজি’, ‘জুয়েল থিফ’, ‘সিআইডি’, ‘জনি মেরা নাম’, ‘আমির গরিব’, ‘ওয়ারেন্ট’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘দেশ পরদেশি’ ইত্যাদি অন্যতম।
ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেব আনন্দ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০০১ সালে তিনি সম্মানজনক ‘পদ্মভূষণ পুরস্কার’ এবং ২০০২ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান। prothom-alo
0 comments:
Post a Comment