শিমমি
আমি রাজা
হবো না কখনো প্রজা
উড়াল দিব আকাশে বাতাসে
মনের আশা থাকবে না অপূর্ণ
সত্যকে ধরে আনবো ঘরে
কাজকে কখনো পাবো না ভয়
আদিখ্যেতা, অলসতা
জানি সব দূর্বলতা
শিক্ষার আলো জ্বালবো ঘরে
মনকে করবো উদার, হবো নি:স্বার্থ
জীবন যুদ্ধে জয়ী হবো, কাজে থাকবো মগ্ন।



0 comments:
Post a Comment