যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ উয়িসকনসিন-ম্যাডিসন-এর গবেষকরা নাক থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবন করেছেন।
গবেষকরা একটি প্লাস্টিকের মাইক্রোবেল্ট তৈরি করেছেন যা মানুষের শ্বাস-প্রশ্বাসের বায়ু প্রবাহে কেঁপে ওঠে। পলিভিনাইলিডিন ফ্লুরাইড (পিভিডিএফ) নামের উপাদানে তৈরি এই মাইক্রোবেল্টটিতে যান্ত্রিক প্রক্রিয়ায় বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। এ প্রক্রিয়াটিকে পিজোইলেকট্রিক প্রভাব বলে।
মানুষের নাকে বাতাসের প্রবাহের ফলে পিভিডিএফ উপাদানটি যে পরিমাণ চার্জ তৈরি করে তা নিয়ে ছোটোখাটো যন্ত্রগুলো চার্জ করা সম্ভব।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এনার্জি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স’ সাময়িকীতে।
গবেষক জুনডং ওয়াং জানিয়েছেন, ‘আমরা জৈব শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের জন্য কাজ করছি। মানুষের শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে বাতাস প্রবাহের গতি সেকেন্ডে ২ মিটারেরও কম। হিসেব করে দেখা গেছে যন্ত্রটিকে যদি অনেক পাতলা বানানো যায় তবে সেন্সর চালানোর মতো বিদ্যুৎ নাক থেকেই উৎপাদন করা সম্ভব।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment