নাসা এবং ডারপা’র গবেষকরা ১০ লাখ ডলারের একটি প্রকল্প চালু করেছেন। ‘হানড্রেড ইয়ার স্পেসশিপ সিম্পোজিয়াম’ নামের এই প্রকল্পের অধীনে সৌরজগতের বাইরের কোনো নক্ষত্রে নভোযান চালানোর প্রযুক্তি এবং পরিকল্পনা নিয়ে কাজ চলবে।
এ প্রকল্প চালু করতে প্রথম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ফ্লোরিডায়। ৩ দিনের এ অনুষ্ঠানে মহাকাশে মানুষ পাঠানোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে গবেষকরা আলোচনা করেছেন।
তবে, আপাতত সৌরজগতের বাইরে মানুষ পাঠানোর জন্য কোনো নভোযান তৈরির পরিকল্পনা নেই বলেই সংস্থা দুটি জানিয়েছে।
ডারপা’র গবেষকরা জানিয়েছেন, ‘আমরা এখন কেবল একটি সংস্থার গোড়াপত্তন করলাম।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment