অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ স্কুল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর গবেষক ড. স্টেফান কেলার জানিয়েছেন, ‘পুরো বিশ্বের মধ্যে একটি আন্তঃসম্পর্ক রয়েছে।’
গবেষক ড. স্টেফান কেলার জানিয়েছেন, ‘প্রতিটি নক্ষত্রগুচ্ছের সঙ্গে একটি তন্তু গিয়ে মিলেছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সঙ্গে। এরকম আন্তঃনাক্ষত্রিক তন্তু অনেকটাই মাতৃজঠরে নাড়ির সংযোগের মতো যা আমাদের গ্যালাক্সিকে শৈশব থেকেই ধরে রেখেছে।’
ড. স্টেফান বলেন, ‘অনেক ক্ষুদ্র গ্যালাক্সির সঙ্গে কাল্পনিক ফিতার মতো নক্ষত্ররাজির সরু তন্তু দিয়ে আমাদের গ্যালাক্সির এ আন্তসম্পর্কই আমাদের গ্যালাক্সিকে ধরে রেখেছে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment