- মনোবিজ্ঞানী ক্যাটেল বলেন - Intelligence is what intelligence
does. অর্থাৎ বুদ্ধি যে কাজ করে তার মধ্যেই বুদ্ধির পরিচয়।
- ডিয়ারবার্ণ বলেন - বুদ্ধি হল
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা ।
- স্টার্ন বলেন - বুদ্ধি হল নতুন
সমস্যা ও অবস্থার সাথে সংগতি বিধানের সাধারণ মানসিক শক্তি ।
- যাদের বুদ্ধাংকের মান ৭০ এর নীচে
তাদের বলা হয় জড় বুদ্ধিসম্পন্ন ।
- যাদের বুদ্ধাংকের মান ৭০ থকে ৯০ এর
মধ্যে তাদের বলা হয় স্বল্প বুদ্ধিসম্পন্ন ।
- যাদের বুদ্ধংকের মান ৯০ থেকে ১২০ এর
মধ্যে তাদের বলা হয় স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ।
- যাদের বুদ্ধাংকের মান ১২১ থেকে ১৪০
এর মধ্যে তাগের বলা হয় বেশি বুদ্ধি সম্পন্ন ।
- যাদের বুদ্ধাংকের মান ১৪০ এর উপরে
তাদের বলা হয় জিনিয়াস/মনীষা ।
- বিশ্ব চ্যাম্পিয়ান দাবাড়ু গ্যারি
কাসপারভ - ১৯০
- বিজ্ঞানী স্টিফেন হকিং - ১৯০
- স্যার আইজ্যাক নিউটন - ১৯০
- অভিনেতা জেমস উডস - ১৮০
- লিউনার্দো দা ভিঞ্চি -১৮০
- জোহান্স কেপলার - ১৭৫
- মাইকেল ফ্যারাডে - ১৭০
- মার্টিন লুথার - ১৭০
- গ্যালিলিও গ্যালিলি - ১৬৫
- আলবার্ট আইনস্টাইন - ১৬০
- রবার্ট বয়েল - ১৬০
- অভিনেত্রী শ্যারন স্টোন - ১৫৪
- চার্লস ডা্রউইন - ১৫৩
- আব্রাহাম লিংকন - ১৫০
- নেপোলিয়ান বোনাপার্ট - ১৪৫
- জর্জ ওয়াশিংটন - ১৪০
- আই.কিউ
টেস্ট ১
- আই.কিউ টেস্ট ২
- আই.কিউ
টেস্ট ৩
- আই.কিউ
টেস্ট ৪
- আই.কিউ
টেস্ট ৫
- আই.কিউ
টেস্ট ৬
- আই.কিউ
টেস্ট ৭
- আই.কিউ
টেস্ট ৮
- আই.কিউ
টেস্ট ৯
- আই.কিউ
টেস্ট ১০
- মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর
ক্রমবিকাশ (মডিউল ১ ও ৩)
- ইন্টারনেট ।
- techtunes.com.bd
0 comments:
Post a Comment