সম্প্রতি ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা) আয়োজিত ‘হানড্রেড ইয়ার স্টারশিপ সিম্পোজিয়াম’ অনুষ্ঠানে খ্রিস্টান চিন্তাবিদরা এ সংশয় প্রকাশ করেছেন।
গবেষকরা বলছেন, এলিয়েনের খোঁজ পাওয়া গেলে খ্রিস্টান ধর্মালম্বীরা সবচেয়ে বেশি সংশয়ে পড়বেন। কারণ খ্রিস্টানদের ধর্মবিশ্বাস মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কোনো প্রাণীর অস্তিত্ব মহাবিশ্বে নেই।’
ধর্ম বিশ্বাসের সঙ্গে বুদ্ধিমান প্রাণীর খোঁজ বিষয়ে আলোচনা করেছেন জার্মানির রুর ইউনিভার্সিটি বোকাম-এর গবেষকরা।
দার্শনিক প্রফেসর ক্রিশ্চিয়ান ওয়েডম্যান প্রশ্ন তুলেছেন, ‘২ হাজার বছর আগে যীশুখ্রিস্ট মানুষ জাতিকে রক্ষায় পৃথিবীতে এসেছিলেন। আর এখানেই তত্ত্বের সঙ্গে বিরোধ হবে। ১২৫ বিলিয়ন গ্যালাক্সির মধ্যে যদি কোথাও বুদ্ধিমান প্রাণী থাকে তবে তাদের অবজ্ঞা করে তিনি কি কেবল মানুষকে বাঁচাতেই এসেছিলেন?’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment