ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন-এ দেয়া একটি বক্তব্যে গেটস সম্প্রতি বলেছেন, উচ্চাভিলাসী হওয়া ভালো, কিন্তু অর্থই সব কিছু নয়। আমি এখন বুঝি মিলিয়ন ডলারেরও বেশি অর্থ থাকা মানেই স্বাধীনতা থাকা নয়। মিলিয়ন ডলার থাকলেই মনে হয় আসলে সুখি। কিন্তু মিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেও ঘুরে ফিরে সেই একই হ্যামবার্গার হয়ে দাঁড়ায়।’
নিজের বর্তমান কাজ সম্পর্কে গেটস জানিয়েছেন, ‘এখনো তিনি মাইক্রোসফটের হয়ে কাজ করছেন কিন্তু এখন তার মূল কাজ হচ্ছে দাতব্য সংস্থা নিয়ে।’
প্রযুক্তি বিষয়ে গেটস মন্তব্য করেছেন, ‘ভবিষ্যত হচ্ছে প্রযুক্তিমোড়া। ভবিষ্যতে কম্পিউটার এবং স্মার্টফোন স্ক্রিন নিয়ে হবে আসল প্রতিযোগিতার ক্ষেত্র। বর্তমানের সাধারণ স্ক্রিনের জায়গা করে নেবে রেটিনা প্রোজেকশন। মানুষ আগামীতে ইচ্ছেমত ভাঁজ করা যাবে এমন ডিভাইস পেতে চাইবে। আর এ প্রযুক্তিগুলো যতোই অদ্ভুত হবে ততোই মানুষকে আকর্ষণ করবে।’
উল্লেখ্য, সম্প্রতি নকিয়া এবং মাইক্রোসফটের মধ্যে চুক্তি হয়েছে। এবারের নকিয়া ওয়ার্ল্ড সম্মেলনে সহজেই ভাঁজ করা যায় এমন উইন্ডোজচালিত স্মার্টফোন প্রযুক্তি দেখিয়েছে নকিয়া। ২০১২ সাল নাগাদ এ মোবাইল বাজারে আসতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment