একটানা ১২ ঘণ্টা ভিডিও গেম খেলার কারণে রক্ত জমাট বেঁধে মারা গেছেন ২০ বছর বয়সী তরুণ ক্রিস স্টেনিফোর্থ। এ ঘটনা ঘটেছে বৃটেনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, তার ময়নাতদন্ত হয়েছে। তার কোন রোগ ছিল না। ফলে রিপোর্টে বলা হয়েছে, ক্রিস একটানা ১২ ঘণ্টা এক্সবক্স-এ গেমস খেলার সময় তার রক্ত জমাট বেঁধে গিয়েছিল। এতে তার ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে সে মারা যায়। তার পিতা ডেভিড বলেছেন, ক্রিস যেন এক্সবক্সের জন্যই দিন পার করতো। সারাক্ষণই সে এতে গেমস খেলতো এবং বিশ্বের অন্য গেমারদের হারিয়ে দিতে চাইতো। মাঝে মধ্যেই একটানা ১২ ঘণ্টা খেলতো। তিনি বলেন, এজন্য আমি এক্সবক্সের প্রস্তুতকারকদের দোষ দেবো না। এটা তাদের কোন ভুল নয়। তারা তো বলেনি একটানা খেলে যেতে। কিন্তু এ বিষয়ে আমি আরও সচেতনতা গড়তে বলি, যা আরও ভয়ানক ঘটনা ঘটিয়ে দিতে পারে। ওদিকে এক্সবক্সের প্রস্তুতকারক মাইক্রোসফট বলেছে, আমরা শিক্ষা কর্মসূচির মাধ্যমে গেম খেলতে উৎসাহিত করি। আমরা তাদেরকে বলি যে, গেমারদেরকে খেলার মাঝে মাঝে বিশ্রাম নিতে এবং একটু অন্য কাজ করতে।
মানবজমিন
0 comments:
Post a Comment