এডিনবার্গ এবং ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা ভ্রুণের অস্থিমজ্জা থেকে এ কৃত্রিম রক্ত উদ্ভাবন করেছেন। এ রক্ত সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত বলেই গবেষকরা দাবী করেছেন। যে কোনো ধরনের অপারেশন বা অন্য কোনো প্রয়োজনে এ রক্ত ব্যবহার করা যাবে।
গবেষকরা বলছেন, রক্তের জরুরী প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দুর্ঘটনা বা হার্ট প্রতিস্থাপন, বাইপাস সার্জারি এবং ক্যান্সার রোগীদের জন্য এ রক্ত ব্যবহার করা যাবে। গবেষকদের আশা, কৃত্রিম এ রক্ত অসংখ্য প্রাণ রক্ষা করতে সক্ষম হবে।
ক্লিনিক্যাল টেস্ট শেষে এ রক্ত বাণিজ্যিকভাবে তৈরি করা যাবে বলেও গবেষকরা জানিয়েছেন।
গবেষকরা কৃত্রিম এ রক্তকে আলাদা কোনো রক্তগ্রুপ না করে ‘ও নেগেটিভ’ রক্তগ্রুপ হিসেবে তৈরি করেছেন। ইউনিভার্সাল ডোনার হিসেবে এ রক্ত শতকরা ৯৮ ভাগ রোগীর দেহেই ব্যবহার করা যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment