গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ কথা জানানো হয়।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশের আকাশে ১৪৩২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। ফলে শনিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ইকরামুল হক। এতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রসিদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর মোহাম্মদ হাসান সিদ্দিকী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment