প্রায় ২০ বছর ধরে এ গোলাপটি নিয়ে গবেষণা চালিয়ে সাফল্যের দাবি করেছে জাপানি কোম্পানি সানতোরি লিমিটেড। ফুলের রংটি যদিও অনেকটাই পার্পলের কাছাকাছি, তবে নীলের সর্বোচ্চ কাছাকাছি এই রংটিই গোলাপে আনতে পেরেছেন গবেষকরা।
নীল গোলাপের নাম দেওয়া হয়েছে ‘অ্যাপ্লাউস’। জিন রূপান্তর প্রক্রিয়ায় এ গোলাপ তৈরি করেছেন গবেষকরা। প্রকৃতিতে পাওয়া নীল রঙের ফুল থেকে ডেলফিনিডিন নামের পিগমেন্ট আলাদা করে গোলাপে ব্যবহার করে ফোটানো হয়েছে এ ফুল। এ গোলাপ বিক্রির জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুমতিও মিলেছে।
এ ফুল ফোটানোর পর থেকে বিশেষ অনুষ্ঠানের জন্যই নীল গোলাপ জাপানে ব্যবহৃত হচ্ছে। প্রতিটির দাম পড়ছে ২০ থেকে ৩০ পাউন্ড।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment