পরীক্ষাগারে
তৈরি বিভিন্ন কৃত্রিম অঙ্গ ইতোমধ্যেই শরীরের প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।
এ কাজে আরো দক্ষতা বাড়িয়ে দেবে থ্রিডি প্রিন্টার। সম্প্রতি গবেষকরা থ্রিডি
প্রিন্টারে কৃত্রিম রক্তনালী প্রিন্ট করতে সক্ষম হয়েছেন। খবর বিবিসি
অনলাইন-এর।জার্মানির ফ্রানহফার ইনস্টিটিউট-এর গবেষকরা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে সাফল্য পেয়েছেন। তারা কৃত্রিম রক্তনালী প্রিন্ট করতে মাল্টিফোটন পলিমারাইজেশন নামের একটি পদ্ধতি ব্যবহার করেছেন। ক্ষুদে এ নালীর মাধ্যমে শরীরের পুষ্টি পরিবাহিত হয়।
গবেষণার ফল দেখানো হবে অক্টোবরে জার্মানিতে অনুষ্ঠিতব্য বায়োটেকনিকা মেলায়।
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আরো বেশি সাফল্য পেতে সারা বিশ্বে গবেষকরা বিভিন্ন উপায়ে কৃত্রিম অঙ্গ এবং টিস্যু তৈরিতে গবেষণা করছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment