Pay Pal founder and early Facebook investor Peter Thiel has given $1.25 million to an initiative to create floating libertarian countries in international waters, according to a profile of the billionaire in Details magazine.
Life is a long journey! জীবন এক দীর্ঘ ভ্রমন! চলার পথে কত পরিচয়, কত আপন, কত পর, কত যোগ, কত বিয়োগ। কত জীবন যায় আসে, তাতে জীবনের কি যায় আসে? পিছনে ফিরে লাভ কি? তাই মেতে উঠুন জীবনের উল্লাসে, অজানাকে জানুন, সামনে এগিয়ে চলুন ....
About the Author
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***


0 comments:
Post a Comment