জাস্টিন বিবার
হলিউডের ধনবান টিনএজারদের নামের একটি তালিকা প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন। তাদের হিসেবে গত বছরের ধনবান কিশোর হচ্ছে, কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার (১৭)। টিনএজ তারকা মাইলি সাইরাস ও সেলেনা গোমেজকে পেছনে ফেলে বিবার শীর্ষ স্থানটি দখল করলেন। ২০১০ সালে বিবারের উপার্জিত অর্থের পরিমাণ ছিল ৫ কোটি ৩০ লাখ ডলার। এই অর্থের বড় একটা অংশ এসেছে বিবারের ত্রিমাত্রিক কনসার্ট সিনেমা নেভার সে নেভার থেকে। তারপর আছে বিবারের নতুন ব্র্যান্ডের সুগন্ধি (সামডে) বিক্রির অর্থ। এদিকে ১৮ বছর বয়সী মাইলি সাইরাস উপার্জন করেছেন ৪ কোটি ৮০ লাখ ডলার। আর বিবারের বান্ধবী সেলেনা গোমেজকে (১৯) মাত্র ৫৫ লাখ ডলার উপার্জন করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ওয়েবসা Prothom alo
0 comments:
Post a Comment