1 / 10
বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে পাহাড়ী অঞ্চলে বসবাস করেন বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠী।
সাংগ্রাই উৎসব, কক্সবাজার
কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করেন বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তি থেকে এ উৎসব শুরু হয়ে চলে প্রায় সপ্তাহজুড়ে। তবে এর আকর্ষণীয় পর্ব পানি খেলা শুরু হয় বৈশাখের চতুর্থ দিন থেকে। আর চলে ষষ্ঠ দিন পর্যন্ত। সাধারণত ইংরেজী তারিখের হিসেবে সেটা ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল। উৎসবের পয়লা বৈশাখে অর্থাৎ ১৪ এপ্রিল রাখাইন বৃদ্ধ-বৃদ্ধারা অষ্টশীল পালনের জন্য মন্দিরে যান। এদিন বুদ্ধ মূর্তিকে চন্দন জলে স্নান করানোর পরে বৃদ্ধ-বৃদ্ধারাও স্নান করেন এবং নতুন পোশাক পরেন।
যেভাবে যাবেন
যেথায় থাকবেন
কক্সবাজারে থাকার জন্য এখন প্রচুর হোটেল রয়েছে। ধরণ অনুযায়ী এ সব হোটেলের প্রতিদিনের কড়্গ ভাড়া ৮০০- ২০০০০ টাকা। এ সময়ে কক্সবাজারের হোটেলগুলোতে অফ সিজন ছাড় পেতে পারেন।
বৈসাবি উৎসব
যেভাবে যাবেন
থাকার জায়গা
বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল ছাড়াও বেসরকারি বিভিন্ন মানের হোটেল-মোটেল আছে। এসব হোটেলে ৮০০- ৩৫০০ টাকায় রাত যাপনের ব্যবস্থা আছে।
ছবি: লেখক ও ইমদাদুল ইসলাম বিটু bdnews24
0 comments:
Post a Comment