লন্ডনের ইমপেরিয়াল কলেজে কিছুদিন আগেই চকলেট নিয়ে একটা গবেষণা
অপরদিকে চকলেটের মধ্যে ফেনিলেথিলামাইন আছে যা মুড বদলে দেয় নিমেষে৷ চকলেটের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আলট্রা ভায়োলেট রে থেকে ত্বককে রক্ষা করে৷ হৃদরোগের ক্ষেত্রেও তা উপকারি৷
অপরদিকে কোকো পাউডারেরও অনেক গুণ রয়েছে৷ ঘানা মেডিক্যাল স্কুল ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা বর্তমানে কোকো পাউডারকে হাইপারটেনশান ও ডায়াবেটিসের চিকিত্সার কাজ লাগাচ্ছেন৷
0 comments:
Post a Comment