তাসমানিয়ার সংবাদমাধ্যম মার্কারি নিউজ-এর প্রতিবেদন বলছে, জাপানে গোপন বা নীরব ক্যামেরায় অনুমতিবিহীন ছবি তোলার হার বেড়ে গেছে। এসব ছবি বিক্রি হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। এ ছবি বেশিরভাগ তোলা হচ্ছে স্মার্টফোনে। আর স্মার্টফোনে ‘সাইলেন্ট’ বা নীরব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে গোপনে ছবি তোলার কাজটি করা হচ্ছে বলেই ঐ প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন বলছে, শুধু জাপানে ২০১১ সালে এমন ১ হাজার ৭৪১ টি ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে।
স্মার্টফোনে প্রচলিত অ্যাপ্লিকেশনে ছবি তোলার সময় শাটার বন্ধের আওয়াজ হয়। কিন্তু সাইলেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে স্মার্টফোন কোনো আওয়াজ করেনা বরং চুপিসারে ছবি তোলার কাজটি করে এবং মোবাইল স্ক্রিনে ছবির বদলে কোনো ইমেইল বা এসএমএস-এর ছবি দেখায়।
বর্তমানে স্মার্টফোন ক্যামেরায় ব্যবহৃত ‘সাইলেন্ট’ এমন অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইটিউনস স্টোরে। বিশেষ করে আইটিউনস স্টোরে, চুপিসারে ছবি তোলার বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন আবার আপগ্রেডও করে নেয়া সম্ভব। স্মার্টফোনে ব্যবহুত অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেয়া যায় বলে পুলিশ কিছুই করতে পারেনা।
জাপানি কর্তৃপক্ষ অবশ্য গোপন ক্যামেরার ব্যবহার বিষয়ে নীতি ঠিক করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশে সৌন্দর্য চর্চা প্রতিষ্ঠান পারসোনায় ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্ধার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment