ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জানিয়েছেন, ভিয়েতনামের নেতা হো চি মিন, রাশিয়ার লেনিন এবং চীনের মাও সে-তুংকে যেভাবে মমি করে রাখা হয়েছে, চাভেজের ক্ষেত্রে সেই পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে।
এছাড়া উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল বা ফিলিপাইনের ফার্ডিনান্ড মার্কোসের মরদেহও মমি করে রাখা হয়েছে।
চাভেজের লাশও সংরক্ষণ করে রাখা হবে কেন? মাদুরোর উত্তর, জনগণের জন্যই চাভেজ। যাতে করে ‘তাঁর জনগণ সব সময় তাঁকে কাছে পায়’ এজন্যই এই উদ্যোগ।
লন্ডন স্কুল ইকোনমিকসের অধ্যাপক ইমেরিটাস মারগোট লাইট বলছেন, ‘বিপ্লবের মর্ম বজায় রাখতে’ এই পদক্ষেপের ‘কিছু যৌক্তিকতা রয়েছে’। তিনি বলেন, ‘এটাকে যতটা কদর্য কাজ হিসেবে মনে হতে পারে, বাস্তবে ততটা নয়। দেশাত্মবোধ-সংক্রান্ত কারণ ও একটি আন্দোলনকে বাঁচিয়ে রাখতে এটার ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে।’
রাশিয়ার রেড স্কয়ারে অবস্থিত লেনিনের সমাধিক্ষেত্র একাধিকবার পরিদর্শন করা লাইট বলেন, ১৯২৪ সালে লেনিনের মৃত্যুর পর লেনিনবাদ তত্ত্ব তৈরির জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। বিপ্লব ও আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং লেনিনের আন্তর্জাতিক গুরুত্বকে দৃঢ়ভাবে প্রোথিত করার জন্যই এটা করা হয়।
ভেনেজুয়েলায় ধারণাটা হচ্ছে, চাভেজকে ‘অনন্তকালের জন্য’ সংরক্ষণ করে রাখা হবে। এটা কি সম্ভব? যদি তাই হয় তবে কেউ একটা দেহকে কীভাবে তৈরি করবে যাতে করে সেটা সামনের প্রজন্মগুলোতেও অবিকৃত দেখা যাবে? ইউনিভার্সিটি অব ডান্ডির কলেজ সেন্টার ফর অ্যানাটমির অধ্যাপক সু ব্ল্যাক বলছেন, যতক্ষণ যত্নের সঙ্গে রাখা হবে ততক্ষণ একটা দেহকে অবিকৃত রাখা সম্ভব।
ভেনেজুয়েলা হয়তো চাভেজের দেহকে ‘অনন্তকালের জন্য’ সংরক্ষণ করে রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাবে। কারণ, তারা তাদের প্রিয় নেতাকে খুব বেশি ভালোবাসত। ভালোবাসে। ভালোবেসে যাবে। বিবিসি।
0 comments:
Post a Comment