সাম্প্রতিক গবেষণা বলছে, কুকুর নয়, কম্পিউটারকেই বেশি বিশ্বস্ত বলে মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। বৃহস্পতিবার যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি ফর দি প্রোটেকশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস ও কম্পিউটারঅ্যাকটিভ সাময়িকীর জরিপে জানা যায় এ খবর। জরিপে দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্রিটিশের কাছে জানতে চাওয়া হয়, প্রযুক্তি তাদের গৃহস্থালিতে কী ধরনের পরিবর্তন এনেছে? দেখা যায়, মাত্র ছয় শতাংশ ব্রিটিশ কম্পিউটারের চেয়ে কুকুরের ওপর বেশি ভরসা করেন। কিন্তু ৩৬ শতাংশ ব্রিটিশের মত এর উল্টো। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৭১ শতাংশ বলেছেন, তারা তাদের কুকুরের চেয়ে কম্পিউটারের ওপরই বেশি ভরসা করেন।
আমাদের সময়
0 comments:
Post a Comment