1 / 1
আবিষ্কৃত এই আকৃতিটি একটি কোয়াসার দলের যার একপাশ থেকে অপরপাশ পর্যন্ত আলোর গতিতে অতিক্রম করতে ৪শ’ কোটি বছর লেগে যাবে।
এ পর্যন্ত জানা মহাবিশ্বের সবচেয়ে বড় ‘আকৃতি’ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আবিষ্কৃত এই আকৃতিটি একটি কোয়াসার দলের যার একপাশ থেকে অপরপাশ পর্যন্ত আলোর গতিতে অতিক্রম করতে ৪শ’ কোটি বছর লেগে যাবে।
শুক্রবার যুক্তরাজ্যের রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ওয়েবসাইটে আবিষ্কারের খবরটি প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ আবিষ্কার করেছেন।
বিশাল এই আকৃতি আলবার্ট আইনস্টাইনের বিশ্ব সম্পর্কিত অনুমানকেও চ্যালেঞ্জ জানাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। আইনস্টাইনের ওই অনুমানে ধরে নেওয়া হয়েছে, এই মহাবিশ্বের যে কোনো বিন্দু থেকে তাকালে বিশ্বকে একই রকম দেখাবে।
কোয়াসারকে মহাবিশ্বের সবচেয়ে উজ্জল বস্তু হিসেবে বিবেচনা করা হয়। কোয়াসারগুলোতে মহাবিশ্বের সৃষ্টিকালীন ছায়াপথগুলোর কেন্দ্র থেকে আলোর বিকিরণ হয় এবং এ আলো শত শত কোটি আলোকবর্ষ দূর থেকেও দেখা যায়।
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ওয়েবসাইটে বলা হয়েছে, “১৯৮২ সাল থেকে আমরা জানি, কোয়াসারগুলো দল গঠন করে একত্রিত হয়ে বিস্ময়কর বড় আকৃতিতে পরিণত হয়, এদের বৃহৎ কোয়াসার দল বা এলকিউজি (লার্জ কোয়াসার গ্রুপ) বলে।”
নতুন আবিষ্কৃত বৃহৎ কোয়াসার দলটির একটি পাশের দৈর্ঘ্য ৫শ’ মেগাপার্সেক (৩৩ লাখ আলোকবর্ষে এক মেগাপার্সেক)। তবে এখনো একত্রিত হতে থাকা কোয়াসার দলটির প্রলম্বিত অংশটি ১২শ’ মেগাপার্সেক বা ৪শ’ কোটি আলোকবর্ষ বলে জানিয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
এই দূরত্বটি আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সি থেকে নিকটবর্তী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যবর্তী দূরত্বের ১৬শ’ গুণ।
এক বিবৃতিতে গবেষকদলের প্রধান রজার ক্লউয়েস বলেছেন, “এলজিকিউ এর মাপ নির্ধারণ করা খুব জটিল হলেও আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি আমাদের জানা মহাবিশ্বের সবচেয়ে বড় আকৃতি।”
“এটি দারুন উত্তেজনার বিষয়, কারণ এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানা ধারণার বিপরীত,” বলেন তিনি।
তিনি জানান, মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের আধুনিক গবেষণার ভিত্তি হিসেবে কাজ করা আইনস্টাইনের বিশ্ব সম্পর্কিত অনুমানের সঙ্গে নুতন আবিষ্কারটি যে বিরোধ সৃষ্টি করেছে তা নিয়ে তারা আরো গবেষণা করতে চান।
আইনস্টাইনের সময় থেকে এখন পর্যন্ত বড় কোনো চ্যালেঞ্জ ছাড়াই তার বিশ্ব সম্পর্কিত অনুমানটি ব্যাপকভাবে মেনে নেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment