মানুষের হাতে তৈরি হয়েছে তাজমহল, বিখ্যাত চিত্রে অলংকৃত হয়েছে সিস্টাইন চ্যাপেলের সিলিং। কিন্তু এ হাতই কি মারামারির জন্য?
মানুষের হাতের গঠনের বিশেষত্ব শুধু যন্ত্র ব্যবহারের সাবলীলতার জন্যই নয়, বরং মারামারির জন্যও বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের গবেষণা, নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি তে প্রকাশিত হয়েছে। অন্য প্রাণী থেকে মানুষের বিশেষত্ব হলো, ছোট তালু, লম্বা অঙ্গুলি এবং ছোট বৃদ্ধাঙ্গুলি। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এ বিশেষ গঠনের কারণে মানুষের যন্ত্র ব্যবহারের ক্ষমতা বেশি। তারা মুষ্টিবদ্ধ করে কাজ করতে পারে। কিন্তু বর্তমানে দাবি করা হচ্ছে, বিবর্তনের মাধ্যমে হওয়া হাতের এ গঠন মারামারির ক্ষেত্রেও প্রযোজ্য।
গবেষণায় দেখা গেছে, মুষ্টিবদ্ধ হাত থেকে ছোড়া ঘুষি সবচেয়ে জোরে আঘাত করে। গবেষকেরা বলছেন, মুষ্টিবদ্ধ হাতের শক্তি হাত খোলা অবস্থার চেয়ে তিন গুণ বেশি। হাতের তালুর নরম অংশ এ মুষ্টির ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
গবেষকেরা তিনটি বৈশিষ্ট্যের কথা বলছেন। এগুলো হলো, অন্য কোনো প্রাণী গরিলা, শিম্পাঞ্জি বা বাঁদরের চেয়ে মানুষের ঘুষির ছোড়ার ক্ষমতা ও শক্তি বেশি। মানুষ যখন উত্তেজিত হয়ে পড়ে, তখন হাত মুষ্টিবদ্ধ করে অর্থাৎ এটি মানুষের স্বভাবগত। মানুষের ওপরের কাঁধ ও বাহুর গঠন ঘুষি মারার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। টেলিগ্রাফ।
মানুষের হাতের গঠনের বিশেষত্ব শুধু যন্ত্র ব্যবহারের সাবলীলতার জন্যই নয়, বরং মারামারির জন্যও বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের গবেষণা, নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি তে প্রকাশিত হয়েছে। অন্য প্রাণী থেকে মানুষের বিশেষত্ব হলো, ছোট তালু, লম্বা অঙ্গুলি এবং ছোট বৃদ্ধাঙ্গুলি। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এ বিশেষ গঠনের কারণে মানুষের যন্ত্র ব্যবহারের ক্ষমতা বেশি। তারা মুষ্টিবদ্ধ করে কাজ করতে পারে। কিন্তু বর্তমানে দাবি করা হচ্ছে, বিবর্তনের মাধ্যমে হওয়া হাতের এ গঠন মারামারির ক্ষেত্রেও প্রযোজ্য।
গবেষণায় দেখা গেছে, মুষ্টিবদ্ধ হাত থেকে ছোড়া ঘুষি সবচেয়ে জোরে আঘাত করে। গবেষকেরা বলছেন, মুষ্টিবদ্ধ হাতের শক্তি হাত খোলা অবস্থার চেয়ে তিন গুণ বেশি। হাতের তালুর নরম অংশ এ মুষ্টির ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
গবেষকেরা তিনটি বৈশিষ্ট্যের কথা বলছেন। এগুলো হলো, অন্য কোনো প্রাণী গরিলা, শিম্পাঞ্জি বা বাঁদরের চেয়ে মানুষের ঘুষির ছোড়ার ক্ষমতা ও শক্তি বেশি। মানুষ যখন উত্তেজিত হয়ে পড়ে, তখন হাত মুষ্টিবদ্ধ করে অর্থাৎ এটি মানুষের স্বভাবগত। মানুষের ওপরের কাঁধ ও বাহুর গঠন ঘুষি মারার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। টেলিগ্রাফ।
0 comments:
Post a Comment