টেসটেসটেরন হরমোন। পুরুষের এক পরম বন্ধু। এই হরমোনটি যদি পুরুষের শরীরে কমে যায় বা কোন কারণে এই হরমোনটির কার্যকারিতা হ্রাস পায় তবে তছনছ হয়ে যেতে পারে একটি সুন্দর জীবন। হতে পারে দাম্পত্য বিপর্যয়। তাই নানা কারণে নানাভাবে বার বার এই বিশেষ হরমোনটি আলোচনায় আসে। আপনি যদি দেখেন আপনার শারীরিক ক্ষমতা হ্রাস পাচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটছে, যদি দেখেন কোন ক্ষেত্রে রিকভারি পিরিয়ড প্রলম্বিত হচ্ছে তবে অবশ্যই টেসটেরনের বিষয়টি মাথায় আনতে হবে। এমন অভিমত বিশেষজ্ঞদের। নানা কারণে পুরুষের জন্য অতি প্রয়োজনীয় এই হরমোনটি হ্রাস পায় অথবা এই হরমোনের কার্যক্রমে শৈথিল্য আসে। যেমন: কফি পানে এমনটি হতে পারে। ক্যাফেইন শরীরের এড্রিনাল গ্লান্ডে অতিরিক্ত উদ্দীপনা সৃষ্টি করে। তৈরি হয় এড্রিনাল ফ্যাটিগ।
এছাড়া বিশেষজ্ঞগণ বলছেন, রক্তের টেসটেসটেরন বৃদ্ধিতে পর্যাপ্ত সবজি ও ফলমূল আহার করা উচিত এবং মিষ্টি, চিনি, আলু, পেস্তা কম খাওয়া এবং অধিক চর্বি জাতীয় খাবার ও ক্যাফেইন পরিহার করা উচিত। এতে আপনার টেসটেসটেরন লেভেল বাড়তে পারে আপনিও হতে পারেন কাংক্ষিত সুপুরুষ।
0 comments:
Post a Comment