জন্ম ১৩ নভেম্বর।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
পিতা: ফয়জুর রহমান আহমেদ।
মাতা: আয়েশা আখতার খাতুন।
ডাক নাম: কাজল
১৯৭০
নন্দিত নরকে রচনা। মুহসীন হলে ছাত্রাবস্থায়। (নন্দিত নরকে হুমায়ূন আহমেদের পুস্তকাকারে প্রকাশিত প্রথম বই, যদিও তিনি প্রথম লিখেন শঙ্খনীল কারাগার।)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে স্নাতক (সম্মান)। প্রথম শ্রেণী।
১৯৭১
বাবার মৃত্যু। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন।
১৯৭২
আহমদ ছফার উদ্যোগে নন্দিত নরকে খান ব্রাদার্স থেকে গ্রন্থাকারে প্রকাশ। আহমদ শরীফ বইটির ভূমিকা লিখে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে স্নাতকোত্তর।
১৯৭৩
প্রথম স্ত্রী গুলতেকিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। এই দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে। নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ আহমেদ। আরেকটি ছেলে অকালে মারা যায়।
১৯৮১
কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার প্রদান।
১৯৮২
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি।
১৯৯৪
রাষ্ট্রীয় সম্মান একুশে পদক লাভ।
১৯৯৫
পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায়।
২০০০
শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র নির্মাণ।
২০০৩
গুলতেকিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০০৬
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমী পুরস্কারের জন্য তাঁর পরিচালিত চলচ্চিত্র শ্যামল ছায়া বাংলাদেশ থেকে অংশ নেয়। তাঁর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত চলচ্চিত্র দূরত্ব মুক্তি পায়।
২০০৭
তাঁর উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণ নির্মিত চলচ্চিত্র সাজঘর মুক্তি পায়।
২০০৮
আমার আছে জল চলচ্চিত্রের মুক্তি।
২০১১
সিঙ্গাপুরে ডাক্তারি পরীক্ষার সময় তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসা গ্রহণ শুরু।
২০১২
পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলার প্রদর্শনী। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস আমেরিকায় অবস্থান।
১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ। প্রথম আলো
0 comments:
Post a Comment