জুলাই মাস থেকে লন্ডনে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেইমস ২০১২ উদযাপন করতে মহাকাশেই অলিম্পিকের আয়োজন করেছেন খেলা পাগল মহাকাশচারীরা। তবে এটাই প্রথম নয়, ২০১০ সালের উইন্টার অলিম্পিক গেইমস উদযাপন করতে মহাকাশে ভরশূন্য অবস্থাতেই ফিগার স্কেটিং করেছিলেন নভোচারীরা। খবর স্পেসডটকমের।
অলিম্পিক গেইমস শুরুর ঠিক তিন দিন আগে ১৪ জুলাই তারিখে মহাকাশে পৌঁছাবেন নাসার নভোচারী সুনিতা উইলয়ামস, জাপানের আকিহিকো হোসিদে এবং রাশিয়ার ইউরি ম্যালেনচেঙ্কো। টানা ৪ মাস মহাকাশেই থাকবেন তারা। যার কারণে এবারের লন্ডন অলিম্পিক গেইমস-এর পুরোটাই মিস করবেন তারা। তাই মহাকাশেই অলিম্পিকের আদলে একটি স্পোর্ট ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ওই তিন নভোচারী।
এ ব্যাপারে জাপানি নভোচারী আকিহিদো হোসিদে বলেন, ‘আমাদের স্পোর্টস ইভেন্টটি কি হবে তা আমরা এখনও ঠিক করিনি। আমরা এখনও নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবছি। তবে ইভেন্টটি মজার কিছু হবে, এটা নিশ্চিত।’
মহাকাশে নভোচারীদের এরকম ইভেন্ট অবশ্য নতুন নয়। ২০১০ সালে কানাডার ভ্যাঙ্কুভারে হয়ে যাওয়া উইন্টার অলিম্পিকস উদযাপন করতে এক ফিগার স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করেছিলেন স্পেস শাটল ‘ইন্ডেভার’-এর ১১ জন নভোচারী। মহাকাশের ভরশূন্য অবস্থাতেই স্কেট পায়ে নেচেছিলেন তারা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment