যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র মিডিয়া ল্যাবের গবেষকরা তৈরি করেছেন নতুন সফটওয়্যার- ‘মাইন্ড রিডার’। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও থেকে মানুষের মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করে তার মনের কথাটি জানিয়ে দেবে এই সফটওয়্যারটি। খবর ফক্স নিউজ-এর।
ক্যামেরায় ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিও থেকে মানুষের মুখ, চোখ, নাক এবং রঙের পরিবর্তনসহ মোট ২৪টি পয়েন্ট বিশ্লেষণ করে এই সফটওয়্যারটি। আর এই বিশ্লেষণের ওপর ভিত্তি করেই মানুষটির মনের কথা বলে দিতে পারে সফটওয়্যারটি।
এমআইটির গবেষকরা জানিয়েছেন, তারা সফটওয়্যারটি এমনভাবে তৈরি করেছেন যে, একজন মানুষের মন খারাপ কিনা, বা তিনি বিরক্ত কিনা, কখন তিনি কৌতুহলী হয়ে উঠছেন, কখন আফসোস করছেন, এ সবই চিহ্নিত করতে পারবে ‘মাইন্ড রিডার’।
নতুন এই সফটওয়্যারটি বেশ কৌতুহল সৃষ্টি করেছে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোর মধ্যে। এ প্রসঙ্গে এমআইটির মিডিয়া ল্যাব গবেষক রানা এল কালিওবি বলেন, ‘জনগণের হাতে নতুন এক শক্তি যোগাতে পারে এই প্রযুক্তি, ফাঁস করে দিতে পারে রাজনৈতিকদের মিথ্যে কথা আর কূট চাল।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment