এক পর্যায়ে সময় পুরোপুরি থমকে যাবে বলে মনে করছেন স্প্যানিশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, ইতোমধ্যেই কমতে শুরু করেছে সময়ের গতি। অবশ্য এ গতির পরিবর্তন এতো ধীরে ঘটছে যে তা মানুষের অগোচরেই রয়ে যাচ্ছে। খবর দি ডেইলি টেলিগ্রাফের।স্পেনের ইউনিভার্সিটি অফ বাস্ক কান্ট্রি এবং ইউনিভার্সিটি অফ সালামানকার-এর তিন বিজ্ঞানী হোসে সেনোভিলা, মার্ক মার্স, এবং রাউল ভেরা তাদের গবেষণা প্রতিবেদনে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত শক্তি হিসেবে পরিচিত ‘ডার্ক ম্যাটার’-এর অস্তিত্বের কথাও নাকচ করে দেন।
মহাবিশ্বের বিস্তারের গতি বেড়েই চলেছে-এই মতবাদের ব্যাখ্যাও স্প্যানিশ বিজ্ঞানীরা তাদের মতো করে দিয়েছেন। তাদের মতে, সময়ের গতি খুব ধীর হলেও কমতে থাকার কারণেই সৌরজগতের চারপাশের সবকিছু খুব দ্রুত ঘটছে বলে মনে হচ্ছে এবং এক পর্যায়ে শূন্যে হারিয়ে যাবে এর সবই।
গবেষক দলের অন্যতম সদস্য প্রফেসর সেনাভিলা এক সাক্ষাৎকারে বলেন, ‘একটা পর্যায়ে থমকে যাবে সময়। সময়ের সঙ্গে সঙ্গে থমকে যাবে বাকি সবকিছুই। এটা হবে অনেকটা একজন ফটোগ্রাফারের তোলা স্ন্যাপশটের মতোই।’
স্প্যানিশ বিজ্ঞানীর সময় থমকে যাবার নতুন এই তত্ত্বে সমর্থন জানিয়েছেন অনেক বিজ্ঞানীরাই। ইউনিভার্সিটি অফ কেমব্রিজের কসমোলজিস্ট গ্যারি গিবনস এ ব্যাপারে বলেন, ‘উদ্ভট শোনালেও স্প্যানিশ বিজ্ঞানীদের নতুন এই তত্ত্ব একেবারে ভিত্তিহীন নয়। আমরা মনে করি, সময়ের শুরু হয়েছিল বিগ ব্যাং-এর সঙ্গে; আর বিপরীতমুখী ক্রিয়ায় এক পর্যায়ে থেমেও যেতে পারে এটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment