ব্রড গ্রুপের এই বিল্ডিংটির নাম দেয়া হয়েছে ‘স্কাই সিটি ওয়ান’। ২,৭৫০ ফিট উঁচু হবে এটি। আর দুবাইয়ের বুর্জ খলিফা তৈরিতে যে সময় লেগেছিলো তার ২০ ভাগের একভাগ সময়, মাত্র ৯০ দিনেই স্কাই সিটি ওয়ান তৈরির পরিকল্পনা রয়েছে এটির ইঞ্জিনিয়ারদের।
মাত্র ৯০ দিনে এমন একটি আকাশচুম্বী দালান কিভাবে তৈরি সম্ভব এ প্রশ্নের রয়েছে একটি সহজ উত্তর। তা হচ্ছে প্রিফ্যাব্রিকেশন। কনস্ট্রাকশন সাইটে কাজ শুরুর আগেই বিল্ডিংটির কাঠামোর শতকরা ৯৫ ভাগ কাজ আগেই সেরে রাখা হবে। এর আগেও একই পদ্ধতিতে কাজ করে চীনের চাংসাতে মাত্র ৭ দিনে ১৫ তলার একটি হোটেল বানিয়েছিলো ব্রড গ্রুপ।
কিন্তু ২,৭৫০ ফিটের একটি আকাশচুম্বী দালানের ক্ষেত্রে এই পদ্ধতি খাটবে কিনা এমন প্রশ্ন তুললে ‘স্কাই সিটি ওয়ান’-এর ডিজাইন নিয়ে নিজেদের পুরো আত্মবিশ্বাসের কথা নিশ্চিত করেছে ব্রড গ্রুপ। বিল্ডিংটি তৈরি হবে ১০,৮০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে। ২২০ তলার এই বিল্ডংটিতে থাকবে ১০৪টি এলিভেটর।
বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা তৈরিতে ১৫০ কোটি ডলার খরচ হলেও স্কাই সিটি ওয়ান তৈরিতে খরচ হবে ৬২ দশমিক ৮ কোটি ডলার। এখন ব্রড গ্রুপ অপেক্ষা করছে কর্তৃপক্ষের অনুমতির। অনুমতি পেয়ে গেলে এ বছরের নভেম্বর মাসে শুরু হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে শেষ হবে এ বিল্ডিংয়ের কাজ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment