প্রকৃতির ডাকে সারা দিতে পাখিদের নাকি লাল রঙের গাড়িই বেশি পছন্দ। আর এ তথ্যটিও রীতিমতো গবেষণা করেই খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। খবর ইয়াহুটেক-এর।
বাথরুম ব্রেক নেয়ার জন্য পাখিদের পছন্দের গাড়িটি খুঁজতে ১,১৪০টি বিভিন্ন রঙের গাড়ির ওপর বিজ্ঞানীরা এক গবেষণা। তাদের প্রাপ্ত তথ্য হলো, শতকরা ১৮ ভাগ লাল গাড়িই পাখিদের বিষ্ঠা ত্যাগের প্রধান লক্ষ্যবস্তু। খুব পিছিয়ে নেই নীল রঙের গাড়িগুলো, ১৪ ভাগ রেট নিয়ে তা আছে দ্বিতীয় স্থানে।
অন্যান্য রঙের গাড়িগুলোর মধ্যে ১১ ভাগ কালো রঙের গাড়ি শিকার হয়েছে পাখিদের এই বর্জ্য আক্রমণের। সাদা আর ধূসর রঙের গাড়িগুলোর ওপর পাখিদের এই আক্রমণের হার অনেকটাই কম। যথাক্রমে শতকরা ৭ ভাগ এবং ৩ ভাগ। তবে এদিক থেকে সবচেয়ে ভাগ্যবান সবুজ রঙের গাড়ি। মাত্র ১ ভাগ সবুজ গাড়ি পাখিদের এই আক্রমণের শিকার হয়।
তবে বৃটিশ ট্রাস্ট ফর অরিন্থলজি বেশ সংশয় প্রকাশ করেছে বিজ্ঞানীদের এই নতুন আবিষ্কার নিয়ে। তাদের মতে, বিভিন্ন রঙের প্রতি আকর্ষিত হলেও রীতিমতো গাড়ির রং টার্গেট করে প্রকৃতির ডাকে সারা দেয়া পাখিদের অভ্যেস হবার কথা নয়। বরং একটি গাড়ির ওপর পাখিদের বর্জ্য আক্রমণ নির্ভর করে গাড়িটি কোথায় পার্ক করা, তার ওপর। কেউ যদি তার গাড়িটি কোনো পাখির বাসার নিচে পার্ক করেন, তবে গাড়িটির ওপর পাখিদের সুদৃষ্টি যে পড়বেই, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment