টাইটানিক ডুবে যাওয়ার ঠিক ১০০ বছর পর নতুন করে টাইটানিক তৈরির এই ঘোষণা এলো। সূত্র জানিয়েছে, বিলিওনেয়ার ওই ব্যক্তির তৈরি টাইটানিক ২ পুরনো টাইটানিকের পথ অবলম্বন করে ইংল্যান্ড থেকে উত্তর আমেরিকার পথে যাত্রা করবে। ২০১৬ সালে শেষের দিকে যাত্রার জন্য তৈরি হবে নতুন এই জাহাজ।
ক্লিভ পামার নামের ওই ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, নতুন টাইটানিক এমনভাবে ডিজাইন করা হবে যাতে এটি না ডোবে। এর জন্য সব আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানান।
নতুন টাইটানিকের ডিজাইন তৈরির কাজ শুরু হয়ে গেছে বলেও রয়টার্স জানিয়েছে। মূল টাইটানিকের মতোই এতেও থাকবে ৮৪০টি রুম এবং ৯টি ডেক।
১০০ বছর আগে বিখ্যাত জাহাজ টাইটানিক তৈরি হলেও বলা হয়েছিল ওটি কখনোই ডুববে না। ১৯১২ সালে প্রথম যাত্রাতেই বরফখণ্ডের সঙ্গে আঘাতে ডুবে যায় জাহাজটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment