2. প্রতি মাসে এক কিলোমিটার করে প্রসারিত হয় সাহারা মরুভূমি।
3. বাচ্চারা দিনে গড়ে ৪০০ বার হাসে, পূর্ণবয়স্করা হাসে মাত্র ১৫ বার।
4. প্রতি সেকেন্ডে ১০ ডলার আয় করেন অপরাহ উইনফ্রে।
5. থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো পেশাদারি খেলা
6. কোকাকোলাচালিত মুঠোফোন উদ্ভাবন করেছেন চীনা ডিজাইনার ডেইজি ঝেং। মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার জন্য উদ্ভাবিত এই মুঠোফোনের ব্যাটারি চলে কোকাকোলার কার্বোহাইড্রেডের মাধ্যমে।
7. মহাজাগতিক ময়লা এসে জমা হওয়ায় প্রতিদিন পৃথিবীর ওজন বাড়ে ১০০ টন করে।
8. একটি বাচ্চা নীল তিমি জন্মের সময় প্রায় ২৫ ফুট লম্বা হয়।
9. ঘুমানোর সময় ডলফিন চক্রাকারে সাঁতার কাটে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য এক চোখ খোলা রাখে। কিছুক্ষণ পর আবার বিপরীত দিকে সাঁতার কাটে এবং অন্য চোখটি খোলা রাখে।
10. সামুদ্রিক কচ্ছপ বালুতে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া বাচ্চার লিঙ্গ অনেকটাই নির্ভর করে ডিম পাড়ার সময় বালুর তাপমাত্রার ওপর। বালুর তাপমাত্রা ২৯ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে মেয়ে আর এর কম তাপমাত্রা হলে ছেলে জন্মানোর সম্ভাবনা বেশি।
11. বাঘের রেটিনার বিশেষ অভিযোজন ক্ষমতার জন্য (যার কারণে রেটিনার পেছনে আলোর প্রতিফলন হয়) বাঘ রাতের বেলা মানুষের তুলনায় ছয়গুণ বেশি দেখতে পায়।
12. ক্যাঙ্গারু বছরে মাত্র একটি বাচ্চা দেয়। বাচ্চাটি এতটাই অপরিণত অবস্থায় জন্মায় যে এর আকার তখন দুই সেন্টিমিটার এবং ওজন মাত্র এক গ্রামেরও কম থাকে।
13. সারা বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ বা এর বেশি তিমি জেলেদের হাতে মারা যায়।
14. ক্যালিফোর্নিয়ার বাজা উপকূলে ‘এলিফ্যান্ট’ সিলরা ডাইভ দিয়ে তিমি মাছের চেয়ে বেশি গভীরে যেতে পারে। কখনো কখনো এরা ডাইভ দিয়ে মাইল খানেক গভীরে চলে যায়।
উইকিপিডিয়া ও ফান ফ্যাক্টজ অবলম্বনে
0 comments:
Post a Comment