যুক্তরাষ্ট্রে প্রতি তিনজনে প্রায় একজন জীবনে কোনো না কোনো সময় ঘুমের মধ্যে হাঁটেন। নতুন একটি জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, উচ্চমাত্রায় বিষাদগ্রস্ততা ও ঘুমসংশ্লিষ্ট অন্যান্য ব্যাধি এই সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে।
১৬ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপটি চালানো হয়। এর মধ্যে প্রায় ২৯ ভাগ ব্যক্তি বলেন, তাঁরা জীবনে কমপক্ষে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। প্রায় তিন ভাগ বছরে একবার এবং মাসে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। আর মাসে অন্তত দুইবার ঘুমের মধ্যে হেঁটেছেন এক ভাগ ব্যক্তি।
গবেষণার ফল চিকিৎসাবিষয়ক নিউরোলোজি সাময়িকীতে প্রকাশ করা হয়। গবেষণায় নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড স্লিপ ইপিডেমিওলোজি রিসার্চ সেন্টারের পরিচালক মৌরিস ওহায়ন। তিনি বলেন, ‘ব্যাধি হিসেবে মানুষের মধ্যে ঘুমের মধ্যে হাঁটার ব্যাপ্তি কতটা এবং এটা কত বড় সমস্যা—তা আমাদের জানা ছিল না।’
জরিপে অংশগ্রহণকারীদের কাছে তাদের জীবনাচরণ, ঘুমের অভ্যাস, স্বাস্থ্যের সার্বিক অবস্থা ও ঘুমের মধ্যে হাঁটাসহ তাঁদের ঘুম, মানসিক বা অন্য কোনো ধরনের ব্যাধি আছে কি না, এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দেখা গেছে, নিদ্রাহীনতায় আক্রান্ত ব্যক্তি, অতিমাত্রায় মদ্যপ এবং বেশি মাত্রায় ঘুমের বড়ি গ্রহণকারী ব্যক্তিদের ঘুমের মধ্যে হাঁটার সম্ভাবনা থাকে। রয়টার্স। prothom-alo
১৬ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপটি চালানো হয়। এর মধ্যে প্রায় ২৯ ভাগ ব্যক্তি বলেন, তাঁরা জীবনে কমপক্ষে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। প্রায় তিন ভাগ বছরে একবার এবং মাসে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। আর মাসে অন্তত দুইবার ঘুমের মধ্যে হেঁটেছেন এক ভাগ ব্যক্তি।
গবেষণার ফল চিকিৎসাবিষয়ক নিউরোলোজি সাময়িকীতে প্রকাশ করা হয়। গবেষণায় নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড স্লিপ ইপিডেমিওলোজি রিসার্চ সেন্টারের পরিচালক মৌরিস ওহায়ন। তিনি বলেন, ‘ব্যাধি হিসেবে মানুষের মধ্যে ঘুমের মধ্যে হাঁটার ব্যাপ্তি কতটা এবং এটা কত বড় সমস্যা—তা আমাদের জানা ছিল না।’
জরিপে অংশগ্রহণকারীদের কাছে তাদের জীবনাচরণ, ঘুমের অভ্যাস, স্বাস্থ্যের সার্বিক অবস্থা ও ঘুমের মধ্যে হাঁটাসহ তাঁদের ঘুম, মানসিক বা অন্য কোনো ধরনের ব্যাধি আছে কি না, এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দেখা গেছে, নিদ্রাহীনতায় আক্রান্ত ব্যক্তি, অতিমাত্রায় মদ্যপ এবং বেশি মাত্রায় ঘুমের বড়ি গ্রহণকারী ব্যক্তিদের ঘুমের মধ্যে হাঁটার সম্ভাবনা থাকে। রয়টার্স। prothom-alo
0 comments:
Post a Comment