১৯৯০ থেকে ১৯৯৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২ হাজারবার বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ হয়েছে।
ইউরোপে সারসকে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক বিবেচনা করা হয়।
কিছু পাখি পালকের ভেতর পিঁপড়া রাখে। কারণ, পিঁপড়া থেকে নিসৃত ফরমিক এসিড কিছু পরভুক প্রাণী, যেমন—উকুন, ধ্বংস করে।
কবুতর অতিবেগুনি রশ্মি দেখতে পায়।
ফ্লামিঙ্গোরা প্রতি ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এক রাতে এরা প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।
মিষ্টি স্বাদ গ্রন্থি না থাকায় আপনি মিষ্টি কিছু খেতে দিলেও পাখিরা মিষ্টি স্বাদ পায় না।
সি গালরা সমুদ্রের লোনা জল খেতে পারে। কারণ, এদের এমন কতগুলো বিশেষ গ্রন্থি আছে, যা সমুদ্রের জলকে ফিল্টার করে লবণ আলাদা করে ফেলে।
পাখিদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় ওড়ার রেকর্ড এক ধরনের শকুনের। পাখিটি প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ে একটি বিমানকে আঘাত করেছিল।
হামিংবার্ডের জিহ্বা দুই ভাগে বিভক্ত। খাওয়ার সময় এরা জিহ্বাটি একটি নলের মধ্যে ভাঁজ করে রাখে।
ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম prothom-alo
0 comments:
Post a Comment