গবেষকদের বরাতে এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, চশমায় রয়েছে এক ধরনের ইমেজ প্রসেসিং পদ্ধতি, যা কেবল হাতে ধরে রাখা খাবারের আকারই বড় দেখায়। কিন্তু হাত স্বাভাবিক মাপেরই দেখায়।
টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক মিচিটাকা হিরোসি জানিয়েছেন, চশমা ব্যবহার করে ওজন কমানোর এ বিষয়টি পরীক্ষা করে দেখা গেছে—এটি সত্যিই কাজ করে! সম্প্রতি মনস্তত্ত্ববিদেরা জানিয়েছেন, খাবার দেখা ও গ্রহণের সঙ্গে মানসিক অবস্থার বিশেষ যোগসূত্র রয়েছে। তাই এ প্রযুক্তির চশমা খাবারের পরিমাণ বেশি দেখিয়ে কম খাওয়ার অভ্যাস তৈরির মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারে। prothom-alo
0 comments:
Post a Comment