ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরি পানিরোধক কাগজ তৈরি করা সম্ভব হয়েছে। তাই কাগজ ভিজে গেলে কেবল তা মুছে ফেলে বা রোদে শুকিয়ে নিলেই আবারও ব্যবহার করা যাবে। ইতালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) গবেষকদের বরাতে এক খবরে জানিয়েছে এমএসএনবিসি।
পানিরোধক কাগজ তৈরির এ গবেষণার নেতৃত্বে ছিলেন ডেসপিনা ফ্রাগোলি। তিনি বলেন, সাধারণ কাগজের সঙ্গে মনোমার-যুক্ত এক দ্রবণ মেশানো হয়। মনোমার কাগজের প্রতিটি ফাইবার বা তন্তুর সঙ্গে একটি পলিমারের আবরণ তৈরি করে, যা পানিরোধক হিসেবে কাজ করে। এই মনোমারের সঙ্গে যদি ব্যাকটেরিয়া প্রতিরোধী বা চুম্বক আকর্ষক উপাদানযুক্ত করা হয়, তবে কাগজ সেভাবেই কাজ করবে।
বিভিন্ন উপাদান মিশিয়ে লেখার পাশাপাশি, খাবার মোড়ানো বা অন্যান্য প্রয়োজনীয় কাজেও এখন এ কাগজ ব্যবহার করা যাবে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি সাময়িকীতে। prothom-alo
0 comments:
Post a Comment