‘আমি যখন জানতে পারলাম যে, রাম লক্ষণ এসেছেন তার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দিতে; আমি তখনই সেখানে যাওয়ার জন্য কথা দিয়ে ফেলি। কারণ, রাম এবং বারানসী শহর দু’টোই আমার হৃদয়ে বিশেষ এক জায়গা দখল করে আছে। বারানসী আমার মায়ের শহর। এ কারণেই আমি বারবার সেখানেই যেতে চাই।’ বলেছেন আমির।
ওদিকে, নবদম্পতির জন্য উপহার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের একটি মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে যান আমির। সেখানে গিয়ে নববধূকে আশির্বাদ করেন নতুন শাড়ি এবং স্বর্ণমুদ্রা দিয়ে। আর আমিরকে সেখানে বারানসীর বিখ্যাত পান এবং লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়।
এসময় বলিউডি এই সুপারস্টারকে দেখতে অসংখ্য মানুষের ভীড় জমে যায় অনুষ্ঠানটিতে। এতো মানুষের চাপ সইতে না পেরে একপর্যায়ে ভেঙে যায় বিয়ের মঞ্চের একাংশ এবং ভূপতিত হন আমির নিজেও। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে যেন কিছুই হয়নি এমন ভাব করে আবারো অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এদিকে নিজের প্রথম টিভি শো সত্যমেভ জায়াতে-এ এই বিয়ের অনুষ্ঠানটি দেখানো হবে কিনা, মিডিয়ার এমন প্রশ্নের জবাবে আমির জানান, এটি একটি ব্যক্তিগত ভ্রমণ। এখানে আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে এবং শহরটির সঙ্গে নিজের বন্ধনকে আরো গাঢ় করতেই এসেছি। এটি আমার টিভি শোতে বানিজ্যিকভাবে দেখানো হবে না।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment