৩০ বছর বয়সী এই কণ্ঠশিল্পী সাময়িকীটির বার্ষিক তালিকায় ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ হিসেবে সেরা অবস্থানটি অর্জন করেছেন।
এর প্রতিক্রিয়ায় বিয়োন্সি জানিয়েছেন, ‘নিজেকে আরো বেশি সুন্দর মনে হচ্ছে আমার; তবে সেটা সন্তান জন্ম দিতে পারার চাইতে বেশি নয়। আমি এর তুলনা আর কিছুতে পাই না, পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালো কারণ আর কিছু মনেও হয় না।’
বিয়োন্সি এবং তার স্বামী র্যাপার জে-জির ঘর আলো করে এ বছরের জানুয়ারিতে জন্ম নেয় ব্লু আইভি নামে কন্যাশিশু। যাকে নিয়ে এই দম্পতি প্রথমবারের মতো অবকাশ যাপন করে আসলেন কিছুদিন আগে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment