হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার শুক্রবার জানিয়েছে, রোগীদের গান শোনানোর পাশাপাশি অন্যান্য ঘোষণা দেওয়ার জন্য হাসপাতালের ওয়ার্ডগুলোতে ইতোমধ্যে ‘সাউন্ড সিস্টেম’ বসানো হয়েছে। এতে ব্যয় হয়েছে তিন লাখ টাকা।
শিলিগুড়ির বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য আনন্দবাজারকে বলেন, “পহেলা বৈশাখে হাসপাতালের ওর্য়ার্ড, বহির্বিভাগ, আধিকারিকদের অফিসে সারাদিন মৃদু স্বরে রবীন্দ্র সঙ্গীত বাজবে। এছাড়া নজরুল গীতিসহ আরও কিছু গান বাছাই করা হচ্ছে।”
“এতে রোগীরা কিছুটা মানসিক শান্তি পাবেন। হাসপাতালে একটা ভাল পরিবেশ গড়ে উঠবে। প্রয়োজনে কোনো তথ্যও মাইকিং করে হাসপাতালের ওর্য়ার্ড, বহির্বিভাগ বা চত্বরে থাকা রোগী এবং তাদের লোকজনদের জানানো হবে”, যোগ করেন তিনি।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের ওয়ার্ডগুলোতে ‘সাউন্ড সিস্টেমে’ গান শোনানোর ব্যবস্থা হলেও করোনারি কেয়ার ইউনিট ও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে তা রাখা হয়নি।
শিলিগুড়ি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রণজিৎ ভক্ত জানান, হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্র থেকে পরিচালিত এই ‘সাউন্ড সিস্টেম’ থেকে পরবর্তীতে বিভিন্ন ঘোষণা প্রচার করা হবে। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে যারা চিকিৎসা নিতে আসেন, তাদের বিভিন্ন স্বাস্থ্যবিধি জানানো হবে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, টিকা দেওয়ার প্রয়োজনীয়তদা ও সুযোগসহ বিভিন্ন বিষয়ে রোগীদের সচেতন করা হবে এই ব্যবস্থার মাধ্যমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment