
দি ক্যাটলিন সিভিউ সার্ভে নামের এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের তলদেশের প্রবাল প্রাচীরের ওপর প্রথম গবেষণামূলক ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র তৈরি করা। এ কাজে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার ও হাঙ্গর বিষয়ক গবেষক রিচার্ড ফিটজপ্যাট্রিক অংশ নিয়েছেন বলে জানা গেছে।
সমুদ্রের তলদেশ থেকে হ্যাংআউট সম্পর্কে দি ক্যাটলিন সি ভিউ সার্ভে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেবল দেখতে চেয়েছিলেন সমুদ্রের নিচ থেকে গুগল হ্যাংআউটকে কাজে লাগানো যায় কি-না। আর এ কাজে তারা সফল হয়েছেন। জানা গেছে, সিঙ্গাপুরের একটি কনফারেন্স রুমে তাদের ভিডিও স্ট্রিম সরাসরি দেখা গেছে।
গবেষকরা জানিয়েছেন, শিগগিরই তারা আবার সমুদ্রের নিচ থেকে গুগল প্লাসে হ্যাংআউট করবেন। তবে এবার তা হবে সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ, যে কেউই হ্যাংআউটে অংশ নিয়ে সরাসরি সমুদ্র তলদেশের বিচিত্র জগত দেখতে পারবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/