জবসের সহকর্মী এবং কাছের বন্ধুরা তাঁর সম্পর্কে কেমন ধারণা পোষণ করতেন, সে তথ্যও রয়েছে এই প্রতিবেদনে। প্রযুক্তির উদ্ভাবক হিসেবে খ্যাত স্টিভ জবসের ব্যক্তিজীবন প্রশংসনীয় নয় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টেলিগ্রাফ এক খবরে এফবিআইর গোপন এই প্রতিবেদনের তথ্য দিয়েছে।
স্টিভ জবস সম্পর্কে অন্যদের ধারণার ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মাদকসেবী ছিলেন। এ ছাড়া তিনি বাউণ্ডুলে জীবন যাপন করতেন এবং ম্যানেজার হিসেবে অন্য কর্মীদের প্রতি ছিলেন খুবই কড়া মনোভাবের। এ জন্য অনেককেই চাকরি খোয়াতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তাঁর বিশেষ ‘খাতির’ ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ জবস মোটেও ভালো ছাত্র ছিলেন না। তাঁর গ্রেড ছিল ২.৬৫। তাঁর সততা নিয়েও তাঁর ঘনিষ্ঠজনেরা প্রশ্ন তুলেছেন। তিনি সত্যকে বিকৃত করতেন পর্যন্ত। শিক্ষাজীবনের শুরুতে মাদক নিতে শুরু করেছিলেন তিনি।
অবশ্য প্রতিবেদনে যাঁদের বক্তব্য তুলে ধরা হয়েছে, তাঁরা সবাই জবসকে এভাবে বিশ্লেষণ করেননি। অনেকেই তাঁর উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্বগুণের প্রশংসা করেছেন।
0 comments:
Post a Comment