ফেসবুক প্রধান নির্বাহী হ্যাকারদের অপরাধী না ভেবে ইন্টারনেটে দারুণ কিছু করে এমনভাবেই বলতে চান। জাকারবার্গ বলেন, সব সময়ই এমন কিছু কাজ হয় যা দারুণ। তবে এসব ক্ষেত্রে যখনই কিছু সমস্যা থেকে যায় হ্যাকার সেটা ফিক্স করে, যা কোনো অপরাধ নয়।
সম্প্রতি শেয়ারবাজারে ফেসবুকের আইপিও ছাড়ার বিষয়ে ফেসবুক বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ১০ হাজার কোটি ডলার নেওয়ার পরিকল্পনা নিয়েছে। সে বিষয়টি নিয়ে নিরাপত্তাসংশ্লিষ্ট একটি বিষয় উঠে আসায় এমন মন্তব্য করেন জাকারবার্গ।
এ বিষয়ে ড্রিক্সেল ইউনিভার্সিটির কম্পিউটার ক্রাইম বিষয়ের সহযোগী অধ্যাপক রবার্ট ডি ওভিডিউ বলেন, ‘আমার মনে হয়, অপরিপক্ব বক্তব্য যা অনলাইনের অপরাধীদের উৎসাহী করবে।’ তবে জাকারবার্গ জানান, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসসহ বিশ্বের বিভিন্ন সেরা প্রযুক্তি-প্রতিষ্ঠানের প্রধানেরা কোনো না-কোনোভাবে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন! তিনি যোগ করেন, হ্যাকাররা সব ক্ষেত্রেই যে অপরাধী, এ বিষয়টি সঠিক নয়। তাই সাধারণ ব্যবহারকারীরা হ্যাকারদের বিষয়টি প্রযুক্তির দারুণ সব উদ্ভাবনকারী হিসেবে মনে করলে তেমন কোনো ক্ষতি নেই। —এপি অবলম্বনে কাজী আশফাক আলম প্রথম আলো
0 comments:
Post a Comment