সোমবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চিকিৎসা বিষয়ক ‘লানসেট’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা আরো জানান, অ্যালকোহলজনিত কারণে অন্য মৃত্যুগুলো ঘটবে দুর্ঘটনা, সহিংসতা, আত্মহত্যা, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগ, স্ট্রোক, হৃদরোগ ও ক্যান্সারে।
‘রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস’ এর সাবেক প্রেসিডেন্ট ইয়েট আইয়ান গিলমোর এ গবেষণাকাজের অন্যতম গবেষক।
তিনি বলেন, ব্রিটিশ সরকারকে পানাসক্তির সমস্যা নিয়ন্ত্রণ এবং মৃত্যু রোধে পদক্ষেপ নিতে হবে।
এছাড়া ১৯৮০ সালে পানাসক্তি ঠেকাতে সোভিয়েত ইউনিয়নের নেয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন বিশেষজ্ঞরা। সোভিয়েত ইউনিয়নের গৃহীত পদক্ষেপের ফলে দুই বছরের মধ্যে পানাসক্তির হার এক তৃতীয়াংশ কমে যায় এবং অ্যালকোহলজনিত মৃত্যুর হার কমে ১২ শতাংশ।
অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব শুধু ব্রিটিশরাই ভোগ করছে না। বিশ্বের অনেক ধনী দেশকেই এর মাশুল দিতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment