একটি শিশু অন্য শিশুর সঙ্গে কেমন আচরণ করে, তা নিয়ে গবেষণা করেছে চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। শিশুদের মাথার সঙ্গে ছোট্ট ক্যামেরা লাগিয়ে সেই ফুটেজ ব্যবহার করে এ গবেষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিশু আচরণবিষয়ক অধ্যাপক জেনিফার স্যামসন বলেন, গবেষণায় দেখা গেছে, শিশুদের দৃষ্টিতে বিশ্বের সবকিছুই অন্য রকম লাগে। তাদের কাছে চামচের মতো ছোট জিনিসও বিশাল মনে হয়। ছয় মাস থেকে ১৮ মাস বয়সী শিশুরা কথা বিনিময় ছাড়াই সহজাত আচরণ দিয়ে বন্ধু তৈরি করতে পারে।
স্যামসন বলেন, ‘সামাজিক সক্ষমতা, সহযোগিতা করার দক্ষতা ও বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে শিশুরা যেভাবে চাতুর্যের আশ্রয় নেয়, তা দেখে আমরা সত্যিই খুব অবাক হয়ে যাই।’
এই বিশেষজ্ঞ বলেন, শিশুরা পরস্পরের সঙ্গে ইশারায় ভাব বিনিময় করে। নিবিড়ভাবে খেয়াল না করলে তাদের এই ভাব বিনিময়ের বিষয়টি বোঝা যায় না। কৌতুককর যেসব ঘটনা দেখা যায়, এর মধ্যে রয়েছে সঙ্গীকে খেলনা দেওয়ার ভান করে শেষ মুহূর্তে তা না দেওয়া। পাশাপাশি চেয়ারে বসে খাওয়ার পানির বোতল নিয়ে খেলা করা। গবেষণা চলাকালে ক্যামেরায় আরেকটি বিষয় ধরা পড়েছে। তা হচ্ছে, এক বছরের একটি শিশু আরেকটি ভীত শিশুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় শিশুটিকে কৃত্রিমভাবে ভয় দেখানো হয়। এএফপি।
0 comments:
Post a Comment