তখন সবে একুশে গ্রন্থমেলা চত্বরে সন্ধ্যা নেমেছে। বর্ধমান হাউসের সামনে রবীন্দ্রচত্বর থেকে ঘোষণা এল, কিছুক্ষণ পর বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে। আগ্রহীরা ভিড় জমালেন মূল মঞ্চের আশপাশে। গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যস্ততা। একসময় সিলগালা একটি খাম নিয়ে মাইকের সামনে দাঁড়ালেন শামসুজ্জামান খান। একে একে নাম ঘোষণা করলেন তিনি। করতালিতে মুখরিত হলো রবীন্দ্রচত্বর।
নয়টি বিভাগে পুরস্কারপ্রাপ্ত ১০ জন লেখক হলেন: কবিতায় যৌথভাবে অসীম সাহা ও কামাল চৌধুরী, কথাসাহিত্যে আনিসুল হক, প্রবন্ধে আবদুল্লাহ আবু সায়ীদ, গবেষণায় অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ, অনুবাদে অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বেলাল মোহাম্মদ, আত্মজীবনী/ স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে বরেণ চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে আলী আসগর এবং শিশুসাহিত্যে আখতার হুসেন।
২৪ ফেব্রুয়ারি বিকেলে মেলার মূল মঞ্চে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
বিগত বছরগুলোতে সাহিত্যের ছয়টি শাখায় বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হলেও এ বছর থেকে ১০টি শাখায় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে একাডেমী কর্তৃপক্ষ। তবে নাটক বিভাগে এ বছর কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি। prothom-alo
0 comments:
Post a Comment