নিলামে দ্য স্ক্রিমের মূল্য ৮ কোটি ডলার উঠবে বলে ধারণা করছে সোথবি। কোনো শিল্পকর্মের জন্য সোথবির ডাকা সর্বোচ্চ মূল্য হবে এটি।
‘দ্য স্ক্রিমে’ কোনো এক আগুনঝরা সূর্যাস্তের সন্ধ্যায় একটি সেতুর উপর দাঁড়িয়ে একজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করতে দেখা যায়। মুঙ্কের মানসিক অসুস্থতার সময়ে নিজের জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে এ চিত্রকর্মটি তৈরি করেন।
মঙ্গলবার সোথবি জানায়, আগামী ২ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলামটি।
সোথবি’র ভাইস প্রেসিডেন্ট ও মডার্ন আর্ট ডিপার্টমেন্টের প্রধান সাইমন শ বলেন, প্যাস্টেল রং দিয়ে আঁকা এ ছবিটি ‘ব্যক্তিগত মালিকানায় থাকা বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পকর্মের একটি’। সোথবি মনে করছে এর মূল্য ৮ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
‘দি স্ক্রিমে’র কপিটি বর্তমানে নরওয়েজিয়ান ব্যবসায়ী পিটার ওলসেনের মালিকাধীন। ওলসেনের বাবা মুঙ্কের প্রতিবেশী, বন্ধু ও পৃষ্ঠপোষক ছিলেন।
চিত্রকর্মটির বাকি তিনটি কপি নরওয়ের বিভিন্ন জাদুঘরে রয়েছে। চারটি ভিন্ন চিত্রকর্মের একটি সিরিজের অংশ এটি। সিরিজের চার ছবির মধ্যে শুধু এটির পশ্চাদপটেই শহুরে পরিবেশ দেখা যায়।
লিওনার্দো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’র পর সবচেয়ে পরিচিত চিত্রকর্মের মধ্যে দ্বিতীয় স্থানে ‘দ্য স্ক্রিম’ রয়েছে বলে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment